MS Dhoni: ‘চেন্নাই বরাবর আমার কাছে স্পেশাল’, LGM-র ট্রেলার লঞ্চে আবেগী ধোনি

ধোনিকে নিয়ে চেন্নাইবাসীর আবেগ সকলের নজর কাড়তে বাধ্য। চেন্নাই যেন ধোনির দ্বিতীয় বাড়ি। ২০০৮ সাল থেকে ধোনির সঙ্গে চেন্নাইয়ের এক আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। যোগসূত্র আইপিএল।

MS Dhoni: 'চেন্নাই বরাবর আমার কাছে স্পেশাল', LGM-র ট্রেলার লঞ্চে আবেগী ধোনি
MS Dhoni: 'চেন্নাই বরাবর আমার কাছে স্পেশাল', LGM-র ট্রেলার লঞ্চে আবেগী ধোনি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 3:26 PM

চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) রাঁচির রাজপুত্র। কিন্তু শুধু কি রাঁচিই ভালোবাসে তাকে? এক্কেবারেই না। পুরো ভারতই ভালোবাসে মাহিকে। তবে ধোনিকে নিয়ে চেন্নাইবাসীর আবেগ সকলের নজর কাড়তে বাধ্য। চেন্নাই যেন ধোনির দ্বিতীয় বাড়ি। ২০০৮ সাল থেকে ধোনির সঙ্গে চেন্নাইয়ের এক আলাদা সম্পর্ক তৈরি হয়েছে। যোগসূত্র আইপিএল (IPL)। চেন্নাইয়ে যখনই পা রাখেন মাহি, তাঁকে নিয়ে সেখানকার বাসিন্দাদের উত্তেজনা থাকে আকাশছোঁয়া। সম্প্রতি স্ত্রী সাক্ষীকে নিয়ে চেন্নাই গিয়েছিলেন ধোনি। প্রিয় থালাকে স্বাগত জানাতে বিমানবন্দরেই হাজির হয়েছিলেন তাঁর আপামর ভক্তরা। এ বারের আইপিএল মরসুম শেষ। তা হলে চেন্নাইয়ে কেন ধোনি? আসলে তাঁর প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’ খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে। এই সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের জন্যই চেন্নাইয়ে গিয়েছিলেন ধোনি। সেখানেই চেন্নাইকে নিয়ে আবেগী মাহিকে দেখা গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নিজের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’ এর অডিও ও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে চেন্নাইতে সাক্ষীর সঙ্গে দেখা গিয়েছিল ধোনিকে। চেন্নাইয়ের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কের কথা তুলে ধরতে গিয়ে ধোনি বলেন, ‘আমার টেস্ট ডেবিউ হয়েছিল চেন্নাইতে। টেস্ট ক্রিকেটে আমি সবচেয়ে বেশি রান করেছিলাম চেন্নাইতে। এ বার আমার প্রথম সিনেমাটি তামিলে। চেন্নাই আমার কাছে ভীষণ স্পেশাল। আইপিএল শুরু হওয়ার সময়, ২০০৮ সালে চেন্নাই যেন আমাকে দত্তক নিয়েছিল। এই রাজ্যের প্রতি আমাদের ভালোবাসার কারণে আমরা তামিল ভাষায় আমাদের প্রথম সিনেমা তৈরি করেছি।’

ধোনি জানান, রেকর্ড সময়ে ‘লেটস গেট ম্যারেড’ (LGM) এর কাজ শেষ হয়েছে। এই তামিল সিনেমাটি সবচেয়ে কম সময়ে বানানো একটি ছবি। এরপর ধোনি জানান, এটি এমন এক সিনেমা যা তিনি মেয়ের পাশে বসেও দেখতে পারেন। তিনি বলেন, ‘এটা একটা সাধারণ সিনেমা। যা আমি মেয়েকে সঙ্গে নিয়েও দেখতে পারি। ওর যদিও সিনেমাটি দেখে অনেক প্রশ্ন মনে জাগবে। তবে ও এটা উপভোগ করবে। এই সিনেমাটির গল্প এমন এক ব্যক্তিকে কেন্দ্র করে যে মা ও বান্ধবীর মধ্যে বিভিন্ন সমস্যাগুলিকে সামলে চলবে।’ একইসঙ্গে মাহি জানান, তিনি এই সিনেমা তৈরি হওয়ার সময় বেশি পরামর্শ দেননি। এমনকি এই সিনেমাক কাজে তিনি বেশি যুক্ত থাকতে পারেননি। কারণ, এর প্রোডাকশনের কাজ হয়েছে ২টো আইপিএলের সময়। তবে মাহি জানান, তিনি প্রতিনিয়ত তাঁর টিমের সঙ্গে সিনেমাটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেন।