মুম্বই: ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড (Kieron Pollard) আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার পর চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে বৃহস্পতিবার আইপিএলের (IPL 2022) ম্যাচে নেমেছিলেন। পোলার্ডভক্তদের চোখ ছিল এই ম্যাচে। আশা ছিল ক্যারিবিয়ান তারকা রানের ঝড় বইয়ে দেবেন। কিন্তু কোথায় কী! মাত্র ৯ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান পোলার্ড। আর মুম্বইয়ের অলরাউন্ডার যেভাবে ফিরলেন, তা নিয়ে বেশ চর্চা চলছে। সিএসকের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর জন্য ঠিক যে ফাঁদ পেতেছিলেন, তাতেই পা দিয়ে বসলেন পোলার্ড।
চলতি মরসুমে সিএসের ক্যাপ্টেন্সির পদে নেই মাহি। কিন্তু বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিং সাজানো সবেতেই জাডেজাকে মাঠে পরামর্শ দিতে দেখা যায় ধোনিকে। ১৭তম ওভারে কায়রন পোলার্ডকে আউট করার জন্য ধোনি শিবম দুবেকে সাইট স্ক্রিনের সামনে, লং অন বাউন্ডারিতে থাকার নির্দেশ দেন। পোলার্ডকে প্রায়শই এই দিকে বড় বড় শট খেলতে দেখা যায়। ধোনি সবকিছু বিবেচনা করেই ওইভাবে ফিল্ড সাজান। মহেশ থিকসানা ১৭ তম ওভারে বল করতে আসেন। এবং দ্বিতীয় বলে পোলার্ড সামনে থেকে শট মারেন। আর সেখানে থাকা দুবে জায়গা থেকে নড়াচড়া না করেই খুব সহজেই ক্যাচ নেন। যার পর ধোনির ফিল্ডিং সাজানোর ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। আবারও একবার চর্চায় মাহিমস্তিস্কের খুঁটিনাটি।
Mastermind dhoni special ?✌#MIvCSK #IPL2022 #MSDhoni? pic.twitter.com/9jL6y2Zzth
— ☆Sαi☆ᴍꜱᴅɪᴀɴ7™ ? (@ImSaiMSD) April 21, 2022
Field set by MS Dhoni, next ball Kieron Pollard out. pic.twitter.com/qmg00JFwMM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 21, 2022
তবে এই প্রথম বার নয়। পোলার্ড ঠিক ১২ বছর আগেও ধোনির পাতা ফাঁদে পা দিয়েছিলেন। ১২ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে চুপ থাকেননি ওয়াসিম জাফর। টুইটারে জাফর লেখেন, “শিশুরা ১০ বছরেরও বেশি সময় ধরে একই নাপিতের কাছেই চুল কাটে। প্রাপ্তবয়স্করা ১০ বছরের বেশি সময় ধরে একই ডিপি ব্যবহার করে থাকে। আর কিংবদন্তিরা একই গেমপ্ল্যান ব্যহবাহ করে থাকেন ১০ বছরেরও বেশি সময় ধরে।”
Kids use same barber for 10+ years
Adults use same dp for 10+ years
Legends use same gameplan for 10+ years #MIvCSK #IPL2022 pic.twitter.com/J5lPJ7chBT— Wasim Jaffer (@WasimJaffer14) April 21, 2022
উল্লেখ্য, বৃহস্পতিবার ডিওয়াই পাতিলে আইপিএলের এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল রোহিতের মুম্বই ও জাডেজার চেন্নাই। ওই ম্যাচে টসে জিতে শুরুতে রোহিতদের ব্যাটিংয়ে পাঠান জাডেজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান করে মুম্বই। শেষ অবধি ৩ উইকেটে চেন্নাইকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ফিনিশার ধোনি।
আরও পড়ুন: IPL 2022: অর্জুন তেন্ডুলকরের নিখুঁত ইয়র্কারে ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট
আরও পড়ুন: IPL 2022: রাসেল, হেটমায়ার নাকি পুরান; আইপিএলের কোন প্লেয়ারের রঙিন চুল নজর কেড়েছে আপনার