Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: টেলর সুইফ্টের সঙ্গে গলা মেলালেন ধোনি! চালালেন মার্সিডিজও

ধোনি নেটদুনিয়ায় অ্যাক্টিভ নন। কিন্তু মাহির ভক্তদের নেটওয়ার্ক রয়েছে অনেক দূর অবধি। যে কারণে ক্যাপ্টেন কুল কখন কী করেন, তাঁর লেটেস্ট খবর সব সময় পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে শোনা গিয়েছে জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফ্টের সঙ্গে গান গাইছেন ধোনি। শুধু তাই নয়, মাহির মার্সিডিজ চালানোর এক ভিডিয়োও ছড়িয়েছে নেটদুনিয়ায়।

MS Dhoni: টেলর সুইফ্টের সঙ্গে গলা মেলালেন ধোনি! চালালেন মার্সিডিজও
MS Dhoni: টেলর সুইফ্টের সঙ্গে গলা মেলালেন ধোনি! চালালেন মার্সিডিজও
Follow Us:
| Edited By: | Updated on: Nov 29, 2023 | 3:41 PM

রাঁচি: চব্বিশের আইপিএলে (IPL 2024) ফের মাহি ম্যাজিক দেখা যাবে। এই খবর জানার পর থেকে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্তদের উত্তেজনা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় দৌলতে এখন প্রিয় তারকারা কখন কী করেন, কোথায় যান, কী খান সবই মিনিটে মিনিটে জানতে পারেন তাঁদের ভক্তরা। ধোনি নেটদুনিয়ায় অ্যাক্টিভ নন। কিন্তু মাহির ভক্তদের নেটওয়ার্ক রয়েছে অনেক দূর অবধি। যে কারণে ক্যাপ্টেন কুল কখন কী করেন, তাঁর লেটেস্ট খবর সব সময় পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাঁর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে শোনা গিয়েছে জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফ্টের সঙ্গে গান গাইছেন ধোনি। শুধু তাই নয়, মাহির মার্সিডিজ চালানোর এক ভিডিয়োও ছড়িয়েছে নেটদুনিয়ায়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইন্সটাগ্রামে কিছুদিন ধরে ভাইরাল জনপ্রিয় তারকাদের গলায় AI ভার্সন গান। এ বার ইন্সটায় ডিজে এমআরএ (অমরজিৎ সিং) এক AI জেনারেটেড গানের ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে অরিজিৎ সিংয়ের অন্যতম জনপ্রিয় গান ‘Channa Mereya’ গাইতে শোনা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে টেলর সুইফ্টকে। ইন্সটাগ্রামে ওই ভিডিয়োটি ২৬ মিলিয়ন মানুষ দেখেছেন। ওই গানটিতে নরেন্দ্র মোদী, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, টেলর সুইফ্টের অরবিন্দ কেজরিওয়াল, জুবিন নটিয়ালদের গলার স্বরও শোনা গিয়েছে।

View this post on Instagram

A post shared by DJ MRA (@djmrasingh)

এ তো গেল ধোনির ইন্সটাগ্রামের ভাইরাল ভিডিয়ো। এ বার আসা যাক সোশ্যাল মিডিয়া সাইট X এ ধোনির ভাইরাল হওয়া ভিডিয়োতে। সেখানে দেখা গিয়েছে মাহি একটি মার্সডিজ চালাচ্ছেন। যার মডেল Mercedes G Class, এই গাড়িটির নম্বর প্লেট ০০০৭। ধোনির জার্সি নম্বর ৭। ধোনির জন্মতারিখ ৭ (৭ জুলাই)। যে কারণে, তাঁর মার্সিডিজের নম্বর ০০০৭ দেখে মাহিভক্তরা বেশ খুশি হয়েছেন।