MS Dhoni: হঠাৎ সরলেন জাডেজা, চেন্নাইয়ের নেতা আবার ধোনি

রবিবার সন্ধেয় সানরাইজার্স হায়দরাবাদের আবার টস করতে নামবেন ধোনি। রবীন্দ্র জাডেজাকে টিমের ক্যাপ্টেন করা হলেও তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝ পথে দায়িত্ব ছাড়তে চাওয়ায় নতুন কোনও নেতা না খুঁজে বরাবরের নেতা ধোনির উপরেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।

MS Dhoni: হঠাৎ সরলেন জাডেজা, চেন্নাইয়ের নেতা আবার ধোনি
MS Dhoni: হঠাৎ সরলেন জাডেজা, চেন্নাইয়ের নেতা আবার ধোনিImage Credit source: CSK Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 7:53 PM

কলকাতা: ‘ব্রেকিং’ শব্দটা কি তাঁর জীবনের সঙ্গে চিরকাল লেপ্টে থাকবে? মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্তরা তা-ই বলবেন হয়তো। আইপিএল (IPL) শুরুর ঠিক আগে এমনই এক সন্ধেয় ‘ব্রেকিং’ দিয়েছিলেন মাহি। যে চেন্নাই সুপার কিংসে আইপিএলের শুরু থেকে ক্যাপ্টেন্সি করে আসছেন, ঘোষণা করে দিয়েছিলেন, সেই টিমের নেতা হিসেবে আর দেখা যাবে না। ২০২২ সালের আইপিএলই হয়তো কেরিয়ারের শেষ মরসুম। তাই অবসরের আগে ‘নির্ভরযোগ্য’ হাতে দিয়ে যেতে চান সিএসকের নেতৃত্বের ভার। ৮ ম্যাচ পার হতে না হতে আবার হলুদ জার্সির নেতৃত্বে ফিরলেন ‘থালা’। রবিবার সন্ধেয় সানরাইজার্স হায়দরাবাদের আবার টস করতে নামবেন ধোনি। রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) টিমের ক্যাপ্টেন করা হলেও তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝ পথে দায়িত্ব ছাড়তে চাওয়ায় নতুন কোনও নেতা না খুঁজে বরাবরের নেতা ধোনির উপরেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।

এক বিবৃতিতে সিএসকে বলেছে, ‘রবীন্দ্র জাডেজা টিমের নেতৃত্ব আর দিতে চাইছেন না। তার বদলে নিজের খেলাতেই ফোকাস করতে চাইছেন। আর সেই কারণেই ধোনির কাছে অনুরোধ করেন, তিনিই যেন টিমের নেতৃত্বের ভার সামলান। সিএসকের কথা ভেবে এই দায়িত্ব সামলাতে রাজি হয়েছেন ধোনি। যাতে জাডেজা নিজের খেলার উপর বেশি ফোকাস করতে পারেন।’

দু’লাইনের এই বিবৃতি নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। প্রথমত, হঠাৎ কেন নেতৃত্ব ছাড়লেন জাডেজা? টিমের দায়িত্ব যে তাঁকে সামলাতে হবে, আইপিএল শুরুর অনেক আগেই সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে বলে দিয়েছিলেন ধোনি। সে ভাবেই মানসিক প্রস্তুতি যাতে নিতে পারেন। সেই মতো আইপিএলের শুরু থেকেই টিমের দায়িত্ব নিয়েছিলেন জাডেজা। তা হলে কেন মাঝপথে দায়িত্ব ছাড়ছেন? প্রশ্ন উঠছে, নেতৃত্বের চাপ কি নিতে পারছেন না? এক অর্থে ধরলে, এই চাপ সামলানোর মতো ক্রিকেটার নন জাডেজা, এমন অনেকেই শুরু থেকে বলে আসছেন। ক্রিকেটার হিসেবে দুরন্ত ফর্মে থাকলেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এর আগে তাঁর ছিল না। অনূর্ধ্ব ১৯ পর্বে সৌরাষ্ট্রের নেতা হিসেবে একবারই দেখা গিয়েছে তাঁকে। চাপে যে ছিলেন, তা নিয়েও কোনও সন্দেহ নেই। টিমের পর পর হারে এতটাই ঘেঁটে যান যে, তাঁর ব্যাটে-বলে ছন্দে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যে বিস্ফোরক জাডেজাকে দেখতে অভ্যস্ত আইপিএল, সেই তিনিই যেন হঠাৎ হারিয়ে গিয়েছিলেন।

সবচেয়ে বড় বিতর্ক, নেতা হয়েও কি সিএসকের নেতা হতে পেরেছিলেন জাডেজা? সরকারি ভাবে নেতৃত্ব নিজের কাঁধে নিলেও মাঠে তাঁকে দেখে নেতা মনে হয়নি। বরাবরের মতো ধোনিই নেতৃত্ব সামলাতেন। বলা হত, আসলে ধোনিই ছায়ার মতো দাঁড়িয়ে আছেন তাঁর পাশে। তাতে খানিকটা হলেও বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলতে শুরু করেছিলেন, নেতা জাডেজা বেড়ে ওঠার সুযোগ পাচ্ছেন না। ধোনি রয়েছেন বলেই গুটিয়ে থাকছেন তিনি। অনেক ক্ষেত্রেই তাঁকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে দেখা যেত। টিম চালাতেন ধোনি। ফিল্ডিং সেট করা থেকে শুরু করে বোলিং চেঞ্জ, সবটাই করতেন তিনি। এতেই কিছু দূরত্ব তৈরি হয়েছে ধোনির সঙ্গে তাঁর? এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না।

আর একটা প্রশ্ন থেকে যাচ্ছে, ধোনি আবার নেতৃত্বে ফেরার পিছনে কি অন্য অঙ্ক কাজ করছে? তা হলে কি বলা উচিত, আগামী মরসুমেও তিনি খেলবেন চেন্নাইয়ের হয়ে? ঘরের মাঠের দর্শকদের সামনে অবসর নিতে চান ধোনি, এর আগেও অনেক বার বলেছেন ধোনি। তাই যদি ধরা হয়, তা হলে ধোনি-যুগ এ বারই শেষ, এমন বলা যাবে না।

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...