AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni : বোলার ধোনি, নেটে কে? অবাক করা গল্প শোনালেন প্রাক্তন ভারতীয় ওপেনার

ধোনির সঙ্গে খেলা অনেক ক্রিকেটারই এখন প্রাক্তন। যাঁরা হয়তো ধোনির সময়ে অথবা ধোনির পরে শুরু করেছিলেন খেলা। কিন্তু ধোনির মতো লম্বা কেরিয়ার তাঁদের নয়।

MS Dhoni : বোলার ধোনি, নেটে কে? অবাক করা গল্প শোনালেন প্রাক্তন ভারতীয় ওপেনার
বোলার ধোনি, নেটে কে? অবাক করা গল্প শোনালেন প্রাক্তন ভারতীয় ওপেনারImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 22, 2023 | 12:05 AM
Share

নয়াদিল্লি : শুধু দু’টো বিশ্বকাপ দিয়ে মাপা যাবে ক্যারিশমা? দেশের জার্সিতে ঝুড়ি ঝুড়ি রান কিংবা উইকেটের পিছনে দাঁড়িয়ে পলকে স্টাম্প উড়িয়ে দেওয়া। শুধু এই দৃশ্য কি পর্যাপ্ত ব্যাখ্যা? বিয়াল্লিশে আইপিএলে দাপিয়ে খেলা, হাঁটুর বিদ্রোহ উড়িয়ে টিমকে খেতাব দেওয়া। এ দিয়ে কি মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পুরো গল্প শোনানো যাবে? যে কোনও তারকা যখন মহানায়ক হয়ে যান, তাঁকে ঘিরে অনেক অজানা গল্প সামনে আসে। বন্ধু, সতীর্থ, প্রতিপক্ষ, কোচ — কেউ না কেউ এমন কিছু বলেন, যা শুনে মনে হয় সেই তখনই ঝলক দেখাতে শুরু করেছিলেন। আজ যেখানে পৌঁছেছেন, সেখানে যে যাবেন নিশ্চিত ছিল। আসলে সব গল্পই এভাবেই বাঁধা হয়। ধোনিকে নিয়ে অনেক লৌকিক, অতিলৌকিক গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্রিকেটে। তেমনই এক ঘটনার কথা তুলে ধরলেন তাঁর এক সময়ের সতীর্থ, যিনি এখন ধারাভাষ্যকার হিসেবে বেশ পরিচিত নাম। কে শোনাচ্ছেন ধোনির গল্প? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধোনির সঙ্গে খেলা অনেক ক্রিকেটারই এখন প্রাক্তন। যাঁরা হয়তো ধোনির সময়ে অথবা ধোনির পরে শুরু করেছিলেন খেলা। কিন্তু ধোনির মতো লম্বা কেরিয়ার তাঁদের নয়। তেমনই এক ক্রিকেটার আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ওপেনার কমেন্ট্রি বক্সে বেশ নামডাক করেছেন। মজার মজার কথা বলার সঙ্গে ক্রিকেটের খুঁটিনাটি বিশ্লেষণ তাঁকে অন্যরকম পরিচিতি দিয়েছে। এই আকাশ যখন ভারতের হয়ে খেলছেন তখনই ধোনির প্রবেশ। জিম্বাবোয়ে সফরে তাঁর সঙ্গে ধোনি, দীনেশ কার্তিক দু’জনই গিয়েছিলেন। প্রথমদিকে ধোনি একদিন নেটে অবাক করা কাণ্ড ঘটিয়েছিলেন। যা আজও ভুলতে পারেননি আকাশ।

ভারতের প্রাক্তন ওপেনার বলছেন, ‘হারারেতে তখন নেট চলছে। নেটে ব্যাট করছে দীনেশ কার্তিক। ভারতীয় টিমের প্রথম কিপার হিসেবে তখন কার্তিকের উপরই যাবতীয় ফোকাস। ধোনি ওর প্রতিদ্বন্দ্বী। ফলে ওকে লড়াই করে জায়গা তৈরি করতে হচ্ছিল। এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি, ক্রিকেটাররা নিজেদের কাজেই যাবতীয় মন দেয়। অথচ ওই দিন নেটে ধোনি অবাক করে দিয়েছিল। কার্তিককে নেটে বল করছিল স্বয়ং ধোনি। আমি বেশ অবাক হয়েছিলাম ওর কাণ্ড দেখে। জিজ্ঞেসও করি, কার্তিক তো তোমার প্রতিপক্ষ। ওকেই বল করছ? ও আমাকে বলেছিল, এখন যেটা করছি, সেটাই করতে দাও। বল করতে ভালো লাগছে।’

আসলে ধোনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। ধোনির সময় কিপার হিসেবে অনেকে নাম। পার্থিব প্যাটেল, দীপ দাশগুপ্ত, দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহারা প্রশ্নের মুখে ফেলেছেন তাঁকে। কিন্তু ধোনির জায়গা নড়ানো যায়নি। তিনি নিজেই নিজেকে তুলে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়। রোজ উন্নতি করতে পারলে যে ধোনির মতো স্বতন্ত্র দ্বীপ তৈরি করা যায়, ধোনিই তার উদাহরণ।