MS DHONI: আইপিএল থেকেও বিদায় নিতে চলছেন ধোনি? এক ছবিতে জোর জল্পনা
IPL 2025, Chennai Super Kings: ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন। বয়সকে তুড়ি মেরে এখনও খেলে যাচ্ছেন আইপিএল। উইকেটের পিছনে তাঁর দুরন্ত পারফরম্যান্স এখনও চমকে দিচ্ছে। কিন্তু এই ধোনি আর কতদিন খেলবেন?

কলকাতা: বয়স ৪৩। ভারতের সবচেয়ে সফল ক্যাপ্টেন। ক্যাপ্টেন কুল, দ্য ফিনিশারের মতো একাধিক নামে ডাকা হয় তাঁকে। জনপ্রিয়তার কথা বলতে গেলে নাম বলার প্রয়োজনই নেই, তাঁর জার্সির ৭ নম্বরটুকুই যথেষ্ট। ভারতকে ওডিআই, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ দিয়েছেন তিনি। ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন। বয়সকে তুড়ি মেরে এখনও খেলে যাচ্ছেন আইপিএল। উইকেটের পিছনে তাঁর দুরন্ত পারফরম্যান্স এখনও চমকে দিচ্ছে। কিন্তু এই ধোনি আর কতদিন খেলবেন? এই প্রশ্ন ঘুরে-ফিরে আসছে বারবার।
এই ৪৩ বছর বয়সে আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৮টি মরসুমের ১৬টি-তেই খেলছেন। কারণ, মাঝে ২ বছর চেন্নাই আইপিএল থেকে ব্যান ছিল স্পট ফিক্সিংয়ের জন্য। ইতিমধ্যেই আন্তর্জাতিক সমস্ত ফর্ম্যাট থেকে বিদায় নিয়েছেন ধোনি। দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের সঙ্গে ২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ২০২০ সালের ১৫ই অগস্ট। এরপর থেকে প্রতি আইপিএলেই প্রশ্ন ওঠে, এটাই কি তাহলে থালার শেষ আইপিএল? আর কি থালাকে ব্যাট হাতে দেখতে পাবেন না তাঁর ভক্তরা? আইপিএলে ধোনির ব্যাটিং এলেই কান ফাটানো চিৎকারে মুখর হয়ে ওঠে ভারতের যে কোনও মাঠ।
এবার চিপকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের আইকন এমএস ধোনি অবসর ঘোষণা করতে পারেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। আজ স্টেডিয়ামে এমএসের বাবা-মা উপস্থিত থাকায় গুজব আরও তীব্র হয়েছে। এটিই কি তবে কিংবদন্তি ক্রিকেটারের জন্য খেলাকে বিদায় জানানোর উপযুক্ত মুহূর্ত? চলতি মরসুমে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা এই মরসুমে হারের হ্যাটট্রিক করে ফেলল। চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৫০ রানে পরাজয়ের সময় ধোনির ব্যাটিং পজিশন সমালোচনার জন্ম দিয়েছিল। সিএসকে-র জয়ের সম্ভাবনা যখন ইতিমধ্যেই কমে গিয়েছিল, তখন অনেকেই তার দেরিতে ক্রিজে আসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
তাঁর বাবা-মা মাঠে উপস্থিত থাকায় বলা হচ্ছিল, অনেকেই বিশ্বাস করেন যে ৪৩ বছর বয়সী এই ব্যক্তির বিদায় জানানোর জন্য এটিই উপযুক্ত মুহূর্ত হতে পারে। তা অবশ্য হয়নি। দিল্লির বিরুদ্ধে ২৬ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে পারেননি। কিপার হিসেবে আজও কার্যকর। কিন্তু ফিনিশার ধোনির দিন যে ফুরিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
