গুরুগ্রাম: এক ফ্রেমে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আর পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য মুম্বইয়ের গুরুগ্রামে যান প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে সেই বিজ্ঞাপনটির শুটিং করেন ক্যাপ্টেন কুল। ধোনি আর পঙ্কজকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরাও।
সোশ্যাল নেটওয়ার্কেই ধোনি আর পঙ্কজ ত্রিপাঠীর ছবি একসঙ্গে দেখেন নেটিজেনরা। মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের আইকন। আর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীও ভারতীয় সিনে দুনিয়ায় একটা আলাদা জায়গা করে নিয়েছেন। দু’জনেরই প্রচুর ভক্ত রয়েছে। তাই দুই তারকাকে একসঙ্গে দেখার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জন্ম বিহারের বেসল্যান্ডে। আর ধোনি জন্মেছেন রাঁচিতে। দুই প্রতিবেশীর মধ্যে আগে থেকেই একটা সুসম্পর্ক ছিল।
সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই যুবরাজ সিংয়ের বাড়িতে যান মহেন্দ্র সিং ধোনি। সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন যুবি। আর তারপরই লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়। জানুয়ারিতে ২০২২ আইপিএলের মেগা অকশন। আইপিএলে ধোনিকে চেন্নাই সুপার কিংস এ বারও রিটেন করেছে। কিন্তু যুবরাজ সিংকে (Yuvraj Singh) এ বারের আইপিএলে দেখা যেতে পারে নতুন ভূমিকায়। কোনও ফ্র্যাঞ্চাইজি দলের কোচের ভূমিকায় যুবিকে দেখা যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
এমএস ধোনির নেতৃত্বে ১০৪ একদিনের ম্যাচ খেলেছেন যুবরাজ। সেই ১০৪ ম্যাচে মোট ৩০৭৭ রান করেছেন যুবি। রয়েছে ৬টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি। ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। সেই বিশ্বকাপের সেরা ক্রিকেটার হন যুবরাজ সিং। এ বছরই হয়তো সিএসকের হয়ে শেষ বার খেলতে দেখা যাবে এমএস ধোনিকে। মাহির নেতৃত্বে চার বার আইপিএল জিতেছে সিএসকে। এ বার জিতলেই মুম্বইকে ছুঁয়ে ফেলবে চেন্নাই।
আরও পড়ুন: India Tour of South Africa: প্রোটিয়া সফরের আগেই ঘাম ঝরালেন রাহানে-পূজারা