IND A vs AUS A: ভিডিয়ো: কথা শোনে না অবাধ্য পিচ! মাঠেই হাতুড়ি হাতে নেমে পড়লেন বাংলার মুকেশ

Nov 02, 2024 | 4:13 PM

তৃতীয় দিনের শেষে অজি-এ টিম রয়েছে ৩ উইকেটে ১৩৯ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (Australia A) চাই এখনও ৮৬ রান। আর মুকেশ-প্রসিধদের চাই ৭ উইকেট।

IND A vs AUS A: ভিডিয়ো: কথা শোনে না অবাধ্য পিচ! মাঠেই হাতুড়ি হাতে নেমে পড়লেন বাংলার মুকেশ
IND A vs AUS A: ভিডিয়ো: কথা শোনে না অবাধ্য পিচ! মাঠেই হাতুড়ি হাতে নেমে পড়লেন বাংলার মুকেশ
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: দলের যখন প্রয়োজন হয়, সেই সময় বল হাতে তিনি জ্বলে ওঠেন। আবার পিচ কথা না শুনতে সেই তিনিই হাতুড়ি হাতেও নেমে পড়েন। কথা হচ্ছে মুকেশ কুমারকে নিয়ে। অজি-ভূমে তিনি এখন ব্যস্ত ভারত-এ (India A) দলের হয়ে আনঅফিসিয়াল টেস্টে। অজিদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া কি পারবে প্রথম আনঅফিসিয়াল টেস্ট জিততে? তা জানা যাবে আগামিকাল। তৃতীয় দিনের শেষে অজি-এ টিম রয়েছে ৩ উইকেটে ১৩৯ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (Australia A) চাই এখনও ৮৬ রান। আর মুকেশ-প্রসিধদের চাই ৭ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মুকেশ। দ্বিতীয় ইনিংসে আপাতত ১টি উইকেট পেয়েছেন। কিন্তু হঠাৎ করেই তিনি আলোচনায় অন্য কারণে।

অস্ট্রেলিয়া ক্রিকেটের (@cricketcomau X) এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, পপিং ক্রিজে জুতোর স্পাইকে গর্ত হয়ে যাওয়ায় বোলিংয়ে ল্যান্ডিংয়ে সময় সমস্যা হচ্ছিল। গ্রাউন্সম্যান সামনে থাকলেও দায়িত্ব হাতে তুলে নেন মুকেশ কুমার। হাতুড়ি হাতে তুলে নিয়ে নিজেই পিচ মেরামত করেন। উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণকে দেখা যায় মুকেশের সামনে এসে পরামর্শ দিতে। সোশ্যাল মিডিয়ায় মুকেশের ওই ভিডিয়ো ভাইরাল। অতীতে রবীন্দ্র জাডেজাকেও এই কাজ করতে দেখা গিয়েছে।

এই খবরটিও পড়ুন

ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, দ্বিতীয় ইনিংসে সাই সুদর্শনের সেঞ্চুরি ও দেবদত্ত পাড়িক্কালের ৮৮ রানের সুবাদে ভারত এ তোলে ৩১২ রান। যার ফলে অজিদের টার্গেট দাঁড়ায় ২২৫। তৃতীয় দিন ওপেনার স্যাম কন্টাসকে ফেরান মুকেশ। অপর ওপেনার মার্কাস হ্যারিসকে ফেরান মানব সুতার। ক্যামেরন ব্যানক্রফ্টের উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণ। ৪৭ রানে অপরাজিত রয়েছেন ক্যাপ্টেন নাথান ও ১৯ রানে নট আউট ওয়েবস্টার। এ বার দেখার চতুর্থ দিন ভারত কত তাড়াতাড়ি অজিদের বাকি ৭ উইকেট সাবাড় করতে পারে।

 

Next Article