IND A vs AUS A: ডনের দেশে ৬ উইকেটে মুকেশ কুমারের কেরামতি, অজিদের দু’শো তুলতে দিল না ভারত

Mukesh Kumar: বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে রিজার্ভে রয়েছেন মুকেশ। তার আগে ভারত-এ দলের হয়ে তিনি যেভাবে জ্বলে উঠলেন, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজরে আরও একবার পড়লেন।

IND A vs AUS A: ডনের দেশে ৬ উইকেটে মুকেশ কুমারের কেরামতি, অজিদের দুশো তুলতে দিল না ভারত
IND A vs AUS A: ডনের দেশে ৬ উইকেটে মুকেশ কুমারের কেরামতি, অজিদের দু'শো তুলতে দিল না ভারতImage Credit source: X

Nov 01, 2024 | 10:37 AM

কলকাতা: আর কয়েকদিন পর রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাড়ি দেবেন অজি সফরে। ভারতের মাটিতে একদিকে আজ, শুক্রবার শুরু হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শেষ টেস্ট ম্যাচ। আর সুদূর ম্যাকায়তে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া এ টিম। বৃহস্পতিবার তা শুরু হয়েছে। ওই আনঅফিসিয়াল টেস্টে টস জিতে প্রথমে ভারত-এ টিমকে ব্যাটিংয়ে পাঠান অজি ক্যাপ্টেন। এই ম্যাচের প্রথম দিন ১০৭ রানে অলআউট হয় ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত। টিমের কোনও ক্রিকেটার হাফসেঞ্চুরিও করতে পারেনি। এরপর শুরু হয় অজিদের ইনিংস। প্রথম দিন ৪ উইকেটে ৯৯ রান তোলে অজিরা। দ্বিতীয় দিন এরপর ১৯৫ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেয় ভারত। নেপথ্যে মুকেশ কুমারের ৬ উইকেট।

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২০০ রান তুলতে দিলেন না ভারতের বোলাররা। ভারতের মতো অজি এ দলের কোনও ক্রিকেটারই হাফসেঞ্চুরি করতে পারেননি। ক্যাপ্টেন নাথান ৩৯ রান করেন। অজিদের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান কুপারের (৩৭)। এ ছাড়া ওয়েবস্টার ও টড মরফিরা করেন ৩৩ রান করে। ওপেনার স্যাম কন্টাস থেকে শুরু করে মুকেশের শিকার হয়েছেন ওয়েবস্টার, কুপার, জস ফিলিপে, ব্রেন্ডন ও টড মারফি। ১৮.৪ ওভার বল করে ৭টি মেডেন সহ ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন মুকেশ। ম্যাচের প্রথম দিন তিনি নিয়েছিলেন ২টি উইকেট। আর দ্বিতীয় দিন তুলে নেন আরও চারটি। তাঁর পাশাপাশি প্রসিধ কৃষ্ণা নেন ৩টি উইকেট। অপর একটি তুলে নেন নীতীশ কুমার রেড্ডি।

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে রিজার্ভে রয়েছেন মুকেশ। তার আগে ভারত-এ দলের হয়ে তিনি যেভাবে জ্বলে উঠলেন, তাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজরে আরও একবার পড়লেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হলে যদি টিম ইন্ডিয়ার মূল স্কোয়াডের কোনও বোলার অসুস্থ হন বা তাঁকে না পাওয়া যায়, সেক্ষেত্রে মুকেশের কথা ভাবতে পারে ভারতীয় শিবির।