
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যাবর্তন। সাময়িক স্থগিত রাখা হয়েছিল টুর্নামেন্ট। লিগ পর্বে আর কিছু ম্যাচ বাকি। এরপরই শুরু হয়ে যাবে প্লে-অফ। সরকারি ভাবে কোনও দল প্লে-অফ নিশ্চিত না করলেও ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। আজ হয়তো প্লে-অফের প্রথম দলও পাওয়া যেতে পারে। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই ছিটকে গেলেও আর এক সফল দল মুম্বই ইন্ডিয়ান্স দৌড়ে রয়েছে। তারাও পাঁচ বার ট্রফি জিতেছে। এ মরসুমে দুর্দান্ত খেলছে গুজরাট টাইটান্স, পঞ্জাব কিংসের মতো টিমও। চ্যাম্পিয়ন হবে কে? এখন থেকেই বেছে দিলেন পাঁচ বারের চ্য়াম্পিয়ন টিমের কিংবদন্তি প্লেয়ার সুরেশ রায়না।
একাধিক দল ট্রফি জেতার যোগ্য দাবিদার। ভারতের প্রাক্তন তারকা অলরাউন্ডার সুরেশ রায়না বেছে নিলেন এই মরসুমের চ্যাম্পিয়ন দল কে হতে পারে। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটারের বাজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ১৮তম সংস্করণ চলছে। তবে একবারও ট্রফি জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। প্রতিবারই তারকাখচিত দল তৈরি করে। বেশ কয়েকবার খুব কাছে পৌঁছেও খেতাব আসেনি। এ মরসুমেও শুরু থেকে দারুণ ছন্দে রয়েছে আরসিবি। রায়না মনে করেন আরসিবি আলাদাই মেজাজে খেলছে। সে কারণেই তাঁর চোখে চ্যাম্পিয়ন হওয়ার প্রথম দাবিদার আরসিবি।
রায়না বলেছেন, ‘ট্রফি জয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে আরসিবির। এই মরসুমে এক আলাদাই মেজাজে খেলছে। ঘরের মাঠ চিন্নাস্বামীতে একাধিক দলকে ১৫০-রানের মধ্যেও আটকে দিচ্ছে। এবং তাদের বোলিং বিভাগও এই মরসুমে অসাধারণ। নতুন অধিনায়ক রজতের নেতৃত্বে এই মরসুমে চেন্নাইয়ের মতো দলকে দু-বার হারিয়েছে। এতেই প্রমাণ করে দেয় যে তাদের ক্ষমতা কতটা। তাদের ড্রেসিং রুমের পরিবেশ খুব ইতিবাচক। আর এগুলি একটি সেরা দলের লক্ষণ, যে তারা ভালো জায়গায় শেষ করবে। তবে এটাও ঠিক, গুজরাট, মুম্বই, পঞ্জাবও খুব ভালো খেলছে। তবে সম্ভবত এই বার বিরাটরা ট্রফি ঘরে তুলতে পারে।’