Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Robin Minz: বাইক দুর্ঘটনায় স্বপ্নভঙ্গ, এ বার নেটে ঝড় তুলছেন মুম্বইয়ের ধোনি

Mumbai Indians IPL 2025: বাইক দুর্ঘটনার কবলে পড়েন। আইপিএলে আর খেলা হয়নি। তাঁর পাওয়ার হিটিং দেখার সুযোগও হয়নি ক্রিকেট প্রেমীদের। এ মরসুমে তাঁকে রিটেন করেনি গুজরাট টাইটান্স। মেগা অকশনে তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এ বার খেলার অপেক্ষায় এই তরুণ বিধ্বংসী ব্যাটার।

IPL 2025, Robin Minz: বাইক দুর্ঘটনায় স্বপ্নভঙ্গ, এ বার নেটে ঝড় তুলছেন মুম্বইয়ের ধোনি
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 12, 2025 | 8:27 PM

আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন। কিন্তু খেলা হয়নি রাঁচিতে ‘গেইল’ এবং ধোনি নামে পরিচিত এক তরুণ ক্রিকেটারের। বাড়িতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আনাগোনা। সবই ঠিকঠাকই ছিল। খেলার অপেক্ষায়ও ছিলেন। কিন্তু তার আগেই দুর্ঘটনা। স্পোর্টস বাইকে বেড়িয়েছিলেন তরুণ কিপার-ব্যাটার রবীন মিঞ্জ। কিন্তু বাইক দুর্ঘটনার কবলে পড়েন। আইপিএলে আর খেলা হয়নি। তাঁর পাওয়ার হিটিং দেখার সুযোগও হয়নি ক্রিকেট প্রেমীদের। এ মরসুমে তাঁকে রিটেন করেনি গুজরাট টাইটান্স। মেগা অকশনে তাঁকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এ বার খেলার অপেক্ষায় এই তরুণ বিধ্বংসী ব্যাটার।

গত মরসুমের অকশনের পরই তাঁকে নিয়ে প্রবল হইচই পড়েছিল। রবীন মিঞ্জের বাবা প্রাক্তন সেনাকর্মী। রাঁচি বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব সামলান। বাড়িতে ছেলেকে নিয়ে উৎসবের মেজাজটা দীর্ঘস্থায়ী হয়নি। হয়তো হাতে গোনা সুযোগই পেতেন। কারণ, গুজরাট টাইটান্সে তখনও ঋদ্ধিমান সাহার মতো কিপার ব্যাটার ছিলেন। কিন্তু বাইক দুর্ঘটনাই সব পিছিয়ে দেয়। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম চয়েস কিপার-ব্যাটার হয়ে উঠতে পারেন রবীনই।

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে রয়েছেন প্রোটিয়া কিপার ব্যাটার রায়ান রিকলটন। রবীন মিঞ্জ ছাড়াও আর এক তরুণ কিপার ব্যাটারও রয়েছেন। তবে রবীনের খেলার সম্ভাবনাই বেশি। ঈশান কিষাণ থাকাকালীন তাঁকেই খেলানো হত। ভারতীয় কিপার-ব্যাটার খেলালে বিদেশি কোনও স্পেশালিস্ট বোলার-ব্যাটার কিংবা অলরাউন্ডার খেলানো যাবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নেটে ঝড় তুলেছেন তরুণ কিপার ব্যাটার রবীন মিঞ্জ। প্রত্যাশা করা হচ্ছে, তাঁকেই খেলাবে মুম্বই ইন্ডিয়ান্স।