IPL 2025, MI: প্লে-অফ এখনও নিশ্চিত নয়, তিন বিদেশি সই করাল মুম্বই ইন্ডিয়ান্স!

Mumbai Indians: যতক্ষণ না সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত হচ্ছে, ভরসা নেই। তার আগেই তিন নতুন বিদেশি ক্রিকেটারকে সই করিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে একটা নাম গত কয়েকদিন থেকেই আলোচনায়।

IPL 2025, MI: প্লে-অফ এখনও নিশ্চিত নয়, তিন বিদেশি সই করাল মুম্বই ইন্ডিয়ান্স!
Image Credit source: BCCI

May 20, 2025 | 2:08 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে প্লে-অফে মাত্র একটি স্লট খালি রয়েছে। ইতিমধ্যেই তিন দলের প্লে-অফ নিশ্চিত। তারা হল গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস। বাকি একটি স্লটের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্য়াপিটালস। এর মধ্যে অ্যাডভান্টেজ মুম্বই ইন্ডিয়ান্সই। তবে যতক্ষণ না সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত হচ্ছে, ভরসা নেই। তার আগেই তিন নতুন বিদেশি ক্রিকেটারকে সই করিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যে একটা নাম গত কয়েকদিন থেকেই আলোচনায়।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ডের কিপার ব্যাটার জনি বেয়ারস্টো, পেস বোলিং অলরাউন্ডার রিচার্ড গ্লেসন এবং শ্রীলঙ্কার ব্যাটার চরিত আসালঙ্কাকে সই করানো হয়েছে। তাঁদের শুধুমাত্র প্লে-অফ পর্বের জন্যই খেলানো হবে। তার আগে অবশ্য প্লে-অফে যোগ্যতা অর্জন করতে হবে মুম্বইকে। যার সম্ভাবনা আপাতত ৮০ শতাংশ বলাই যায়।

আইপিএলের সূচি বদল হওয়ায় অনেক বিদেশিকে পাওয়া যাবে না। তার অন্যতম কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ডব্লিউটিসি ফাইনালের স্কোয়াডে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া কিপার ব্যাটার রায়ান রিকলটন এবং পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে লিগ পর্বের পরই জাতীয় দলে যোগ দিতে হবে। অন্য দিকে, ইংল্যান্ডের ওয়ান ডে স্কোয়াডে থাকা উইল জ্যাকসও ফিরে যাবেন।

এই তিনজনই অবশ্য আইপিএলের লিগ পর্বের পুরোটাই খেলবেন। তবে প্লে-অফে টিম যাবে, এই আত্মবিশ্বাস থেকে আগে ভাগেই পরিবর্ত প্লেয়ার নিয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে, জনি বেয়ারস্টো, রিচার্ড গ্লেসনরা অতীতেও আইপিএলে খেলেছেন। জনি বেয়ারস্টো অতি পরিচিত নাম আইপিএল সার্কিটেও।