ICC ODI World Cup: প্রকাশ্যে কালোবাজারি, লক্ষ টাকায় বিকোচ্ছে সেমিফাইনালের টিকিট, গ্রেফতার ১
Ind vs Nz Semifinal: বিশ্বকাপে টিকিটের হাহাকার নতুন নয়। ইডেনেও ধরা পড়েছিল একই ছবি। এ বার মায়ানগরীর বুকে ১০০ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট। টিকিটের কালোবাজারির খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। টিকিটের কালোবাজারির অভিযোগে মালাড থেকে আকাশ কোঠারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
অভিষেক সেনগুপ্ত
মুম্বই: রাত পোহালেই মহারণ। ওয়াংখেড়েতে মুখোমুখি ভারত-নিউজিল্য়ান্ড (India-New Zealand) বিশ্বকাপ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। তাও আবার সেমিফাইনালে খেলবে ভারত। বাড়তি আবেগ তো কাজ করছেই। টিকিটের হাহাকার চারিদিকে। তার মধ্য়েই চলছে টিকিটের কালোবাজারি। চড়া দামে বিকোচ্ছে টিকিট। এ বার টিকিটের কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। কত টাকায় বিক্রি হচ্ছে টিকিট? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপে টিকিটের হাহাকার নতুন নয়। ইডেনেও ধরা পড়েছিল একই ছবি। এ বার মায়ানগরীর বুকে ১০০ গুন দামে বিক্রি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট। টিকিটের কালোবাজারির খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। টিকিটের কালোবাজারির অভিযোগে মালাড থেকে আকাশ কোঠারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। বেশ কিছু দিন ধরেই টিকিটের অত্যাধিক দাম নিয়ে নানা তথ্য় ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ২০০০, ৪০০০ হাজার টাকার টিকিট বিকোচ্ছে ২৫ থেকে ৫০ হাজার টাকায়। এমনকি কমপ্লিমেন্টরি টিকিটের দামও আকাশ ছোঁয়া। পিটিআই সূত্রে খবর, কমপ্লিমেন্টরি টিকিট বিক্রি হয়েছে লক্ষাধিক টাকায়।
ক্রিকেটপ্রেমকে হাতিয়ার করেই রমরমিয়ে চলছে এই কালোবাজারি। এর আগে চেন্নাই, বেঙ্গালুরুতেও এক ছবি ধরা পড়েছে। এ বার সেই তালিকায় এ বার জুড়ল মুম্বইয়ের নাম। অভিযুক্ত ব্যক্তি কোথা থেকে টিকিট পাচ্ছিলেন, তাঁর সঙ্গে এই চক্রে আর কেউ যুক্ত আছে কি না, এই সব বিষয় খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই আকাশ কোঠারির বিরুদ্ধে ৪২০ ও ৫১১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মুম্বই ডিএসপি(সার্কল ১)প্রবীণ মুন্ডে বলেছেন, “২৫০০, ৪০০০ হাজার টাকার টিকিট বিক্রি করা হচ্ছিল ২৫ থেকে ৫০ হাজার টাকায়। এই খবর সামনে আসতেই তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে আকাশ কোঠারি নামে এক ব্য়ক্তিকে মালাড থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।”