মুম্বই: ৩দিন সারাক্ষণ ব্যাটিং করে গিনেস বুকে (Guinness Book) নাম তোলার পথে মুম্বইয়ের ১৯ বছরের ক্রিকেটার সিদ্ধার্থ মোহিত। ম্যারাথন নেট সেশনে ৭২ ঘণ্টা ৫ মিনিট ক্রিজে কাটালেন সিদ্ধার্থ। ভেঙে দিলেন ভিরাগ মানের ৫০ ঘণ্টা ব্যাটিংয়ের রেকর্ড। ২০১৫ সালে ৫০ ঘণ্টা ব্যাটিং করে হইচই ফেলে দিয়েছিলেন ভিরাগ। সেই রেকর্ড ভেঙেচুরে দিয়েছেন সিদ্ধার্থ। আর তাঁকে সাহায্য করেছেন মেন্টর জ্বালা সিং। যিনি আবার যশস্বী জসওয়ালের (Yashasvi Jaiswal) কোচ। গিনেস বুকে নাম তোলার লক্ষ্যেই নেট সেশনে নামেন মুম্বইয়ের ১৯ বছরের এই টিনেজার। আর সেই লক্ষ্যে ব্যাট করতে নেমেই সফল হওয়ার পথে সিদ্ধার্থ। নেট সেশনে মোহিতের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন বোলারও। টানা ৩ দিন ব্যাটিং করে যান সিদ্ধার্থ। আর যা দেখে রীতিমতো অবাক সেখানে থাকা ক্রিকেট কোচেরাও।
গিনেস বুকের নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার নেট সেশনে ব্যাটিং করার সময় এক ঘণ্টায় মাত্র ৫ মিনিটের জন্য বিশ্রাম নিতে পারবেন। রেকর্ড গড়ার পর মোহিত বলেন, ‘আমি আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। এরই মাধ্যমে আমি দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু মশলা মজবুত আছে। কোভিড আর লকডাউনের জন্য ২ বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই। তারপর বিভিন্ন ভাবনা আমার মাথায় ঘোরাফেরা করত। অনেক অ্যাকাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ শুরু করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিল। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর ওই আমাকে সমর্থন করে।’
কোভিডের আগে ২০১৯ সালে এমসিসি প্রো-৪০ লিগে অংশ নিয়েছিলেন মোহিত। তাঁর মেন্টর জ্বালা সিং বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের কেরিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
আরও পড়ুন: India vs Sri Lanka: বিরাটের শততম টেস্টে উপহার দিতে চান বুমরা