AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Sri Lanka: বিরাটের শততম টেস্টে উপহার দিতে চান বুমরা

Virat Kohli: শ্রীলঙ্কার বর্তমান দলটার যা অবস্থা তাতে ভারতীয় বোলিংয়ের সামনে তাদের খুব বেশিক্ষণ টিকে থাকা নিয়ে সংশয় আছে। তাই ক্রিকেট মহলের মতে, ভারত প্রথমে ব্যাটিং করার সুযোগ না পেলে বিরাট কোহলির কাছে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ আসবে না।

India vs Sri Lanka: বিরাটের শততম টেস্টে উপহার দিতে চান বুমরা
মোহালি ম্যাচের প্রস্তুতিতে দুই তারকা। Pics Courtesy: Twitter
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 6:16 PM
Share

মোহালি: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজ। সাধারণ একটা টেস্ট সিরিজ। যেমনটা হয়ে থাকে দ্বিপাক্ষিক সিরিজে। কিন্তু মোহালিতে দুই দেশের প্রথম টেস্ট একজনের কাছে অন্যরকম। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামছেন তিনি। করোনা পরিস্থিতির জন্য মাঠে দর্শক থাকছে না। তবে বিরাটকে শততম ম্যাচে উপহার দিতে চাই ভারতীয় দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা। মোহালিতে সংবাদিক সম্মেলনে বুমরা (Jasprit Bumrah) বলেছেন, “একজন ক্রিকেটারের কাছে শততম ম্যাচ খেলা একটা বিরাট প্রাপ্তি। বিরাট ভারতীয় দলের জন্য নিজেকে উজার করে দিয়েছে। আগামীতেও সেটাই করবে। শততম টেস্ট ওর মুকুটে নতুন পালক। আমার পক্ষ থেকে বিরাটকে অনেক শুভেচ্ছা। এটা ওর পরিশ্রমের ফল। ”

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম নিয়েছিলেন বিরাট। কিন্তু বেশিদিন ছুটিতে থাকেননি কোহলি। দলের বাকিদের আগেই মোহালি (Mohali) পৌঁছে অনুশীলন শুরু করেছে বিরাট। ২০১৯ সালে ইডেনে পিঙ্ক বল টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর থেকে তাঁর ব্যাটে রান এলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি কোহলি। মোহালিতে শততম টেস্টে কি সেঞ্চুরির খরা কাটবে? আশায় আছেন বিরাট কোহলির ভক্তরা। বিরাট নিজেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যাট হাতে রানে ফেরার। একটা সেঞ্চুরি অনেকটা মানসিক শান্তি দিতে পারে বিরাট কোহলিকে। সেই শান্তির খোঁজেই আছেন কিং কোহলি। বিরাটকে তাঁর বিশেষ টেস্টে উপহার দেওয়ার পরিকল্পনায় জসপ্রীত বুমরা ও গোটা ভারতীয় দল। বুমরার একটাই খারাপ লাগার জায়গা, বিরাটের শততম টেস্টে মাঠে দর্শক থাকতে পারছে না।

প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আরও একটা জয় উপহার হিসেবে দিতে ভারতীয় দল। বলছেন সহ-অধিনায়ক বুমরা। শ্রীলঙ্কার বর্তমান দলটার যা অবস্থা তাতে ভারতীয় বোলিংয়ের সামনে তাদের খুব বেশিক্ষণ টিকে থাকা নিয়ে সংশয় আছে। তাই ক্রিকেট মহলের মতে, ভারত প্রথমে ব্যাটিং করার সুযোগ না পেলে বিরাট কোহলির কাছে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ আসবে না। ভারত-শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে। সেটা দিন রাতের টেস্ট (Day Night Test)।

আরও পড়ুন : Pakistan vs Australia: পাকিস্তানে কেমন আছেন? কী বললেন স্টিভ স্মিথ