Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট কারও সম্পত্তি নয়… নাম না করে সানিকে বিঁধলেন গোতি!
Indian Cricket: সুনীল গাভাসকর থেকে শুরু করে একাধিক প্রাক্তন গম্ভীরের কোচিং টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতাই ছিল ওই সফরের ভরাডুবির কারণ। যা একেবারেই মেনে নিতে পারেননি প্রাক্তনরা। সেই সমালোচনার এ বার জবাব দিলেন গোতি।

কলকাতা: সমালোচনায় বারবার বিদ্ধ হয়েছেন তিনি। এ বার জবাব দিলেন। অস্ট্রেলিয়া সফরে চরম ভরাডুবি হয়েছিল ভারতের। যা নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন কোচ গৌতম গম্ভীর। সুনীল গাভাসকর থেকে শুরু করে একাধিক প্রাক্তন গম্ভীরের কোচিং টিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতাই ছিল ওই সফরের ভরাডুবির কারণ। যা একেবারেই মেনে নিতে পারেননি প্রাক্তনরা। সেই সমালোচনার এ বার জবাব দিলেন গোতি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই পাল্টা বিঁধেছেন সানিকে। তবে নাম করেননি তিনি। কিন্তু গম্ভীরের সমালোচনা সানির কান পর্যন্ত যে পৌঁছেছে, তা নিয়ে সন্দেহ নেই।
গম্ভীর বলেছেন, ‘লোকের কাজই হল আমার সমালোচনা করা। সেটাই উচিত। কিন্তু কমেন্ট্র বক্সে গত ২০-২৫ বছর ধরে কিছু মানুষ বসে রয়েছেন। তাঁরা আমার যাবতীয় কাজ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন। ওঁরা বোধহয় মনে করেন, ভারতীয় ক্রিকেট তাঁদের সম্পত্তি। দুর্ভাগ্যবশত, ভারতীয় ক্রিকেট কারও সম্পত্তি নয়। এটা ১৪০ কোটি ভারতীয়র। এবং সেটাই থাকবে। তা সত্ত্বেও ওরা আমার কোচিং, আমার রেকর্ড, আমার অভিঘাত, এমনকি আমার প্রাইজ মানি নিয়েও প্রশ্ন তুলেছেন।’
বোঝাই যাচ্ছে, এতদিন ধরে সানি সহ অনেকের সমালোচনা হজম করেছেন গম্ভীর। তারই জবাব এ বার দিচ্ছেন। আইপিএল শেষ হলেই ইংল্যান্ড সফর। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি, এমনকি কোচ হিসেবে গৌতম গম্ভীরের কাছেও কঠিন পরীক্ষা এই ইংল্যান্ড সফর। জিততে পারলে স্বমহিমায় ফিরতে পারবেন। না পারলে আরও চাপে পড়ে যাবে ভারতীয় ক্রিকেট। এই পরিস্থিতিতে গম্ভীরের পাল্টা মুখ খোলার তাৎপর্য অন্যরকম বলেই মনে করছেন অনেকে। কেউ কেউ বলছেন, যে চাপ তৈরি হয়েছে টিম এবং গম্ভীরের উপর, তা সরানোর জন্যই পাল্টা সমালোচনার পথে হেঁটেছেন গম্ভীর।
কী বলেছিলেন সানি? গাভাসকরের মতো অভিজ্ঞ প্রাক্তন স্পষ্ট বলেছিলেন, ‘কোচিঁ স্টাফ কী করছে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। এমনকি ঘরের মাঠে বাকি সিরিজেও তেমন কিছু করতে পারেনি। সেই কারণেই সিরিজ হারতে হয়েছিল। ব্যাটিং অর্ডারে রুখে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়াতেও সেই একই ঘটনা ঘটেছে। আমাদের প্রশ্ন করতেই হবে। এ ছাড়া আর কীই বা করা যেতে পারে? কেন কোনও উন্নতি দেখা যাচ্ছে না? যদি অসাধারণ বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়েছে, এটা বলা হলে একটা যুক্তি ছিল। তা কিন্তু নয় ব্যাপারটা। তা হলে কী করা হচ্ছে?





