Ashes 2021: টিম পেইনের মন্তব্যকে একহাত নাসের হুসেনের
নাসের হুসেন বলেন, '২০২০ সালে অতিমারির পর ক্রিকেট শুরু হতে দেখা গিয়েছে, ১৮টা টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। বাকি সব দেশের চেয়ে ৫টা ম্যাচ বেশি খেলেছে রুটরা। অস্ট্রেলিয়ার চেয়ে ১৪টা টেস্ট বেশি খেলেছে। অস্ট্রেলিয়া শেষ চারটে টেস্ট খেলেছিল গত শীতে, তাও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে। কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্রিকেটাররা যে ভাবে এখানে সেখানে খেলে বেড়াচ্ছে তাতে ওদের কুর্নিশ জানাই।'
লন্ডন: কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন (Tim Paine) হুঙ্কার দিয়ে বলেছিলেন, ‘সূচি মেনেই অ্যাসেজ হবে। জো রুট (Joe Root) খেলুক কিংবা না খেলুক, সেটা দেখার দরকার নেই।’ অজি অধিনায়কের এই মন্তব্যকে এ বার একহাত নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন ( Nasser Hussain)। তিনি জো রুটদের পাশেই দাঁড়িয়েছেন।
টি-২০ বিশ্বকাপের পরই ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা আকর্ষণ অ্যাসেজ। ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু অ্যাসেজ (Ashes)। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ ঘিরে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে এখন থেকেই। টিম পেইন বনাম জো রুট দ্বৈরথ বছরের শেষে অন্যতম সেরা আকর্ষণ। কিন্তু অ্যাসেজে কি ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটারদের পাওয়া যাবে? এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ একটাই, বায়ো-বাবল। দীর্ঘদিন বায়ো-বাবলে থাকতে হওয়ায় অস্ট্রেলিয়া সফরে হয়তো নাও যেতে পারেন ইংল্যান্ডের হেভিওয়েট ক্রিকেটাররা। কারণ ক্রিসমাসের মধ্যেই অস্ট্রেলিয়ায় জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হবে তাঁদের। করোনা প্রতিষেধকের জোড়া ডোজ নেওয়া হলেও কোভিড বিধি মেনেই অস্ট্রেলিয়ায় কোয়ারান্টিনে থাকতে হবে রুটদের। মানসিক স্বাস্থ্যের কারণে অনেকেই হয়তো ক্যাঙ্গারু সফর থেকে সরে দাঁড়াতে পারেন। এই আশঙ্কার মধ্যেই পাল্টা হুঙ্কার দিয়ে টিম পেইন বলেছেন, ‘কে থাকল, কে থাকল না দেখার দরকার নেই। সূচি মেনেই হবে অ্যাসেজ।’
নাসের হুসেন বলেন, ‘২০২০ সালে অতিমারির পর ক্রিকেট শুরু হতে দেখা গিয়েছে, ১৮টা টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। বাকি সব দেশের চেয়ে ৫টা ম্যাচ বেশি খেলেছে রুটরা। অস্ট্রেলিয়ার চেয়ে ১৪টা টেস্ট বেশি খেলেছে। অস্ট্রেলিয়া শেষ চারটে টেস্ট খেলেছিল গত শীতে, তাও ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে। কঠিন পরিস্থিতিতে ইংল্যান্ডের ক্রিকেটাররা যে ভাবে এখানে সেখানে খেলে বেড়াচ্ছে তাতে ওদের কুর্নিশ জানাই। দীর্ঘদিন বায়ো-বাবলের মধ্যে থাকতে হচ্ছে। পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। মানসিক স্বাস্থ্যের শিকার হচ্ছে অনেকে। অস্ট্রেলিয়া যে এত জ্ঞান দিচ্ছে, আমি নিশ্চিত ওরা হলে ছেড়ে পালাত। যারা দিনের পর দিন বায়ো-বাবলেই সময় অতিবাহিত করছে, তাদেরকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। ‘
ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষের সময় ইংল্যান্ডের ক্রিকেটারদের পরিবারদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। রোটেশন পদ্ধতিতে একের পর এক টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড ক্রিকেট দল। ক্রিকেটারদের মধ্যে যাতে একঘেঁয়েমি চেপে না বসে, সেই জন্যই গতবছর থেকে রোটেশন পদ্ধতি চালু করেছে ইংল্যান্ড। কিন্তু অ্যাসেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ সব কিছুকে ছাপিয়ে যায়। এই সিরিজের জন্য রোটেশন পদ্ধতিতে কমজোরি দল বাছলে সমস্যায় পড়তে হতে পারে ইংল্যান্ডকে। তাই এখন থেকেই সামঞ্জস্য বজায় রেখে অ্যাসেজের জন্য সেরা দল বাছার পরামর্শ দিচ্ছেন নাসের হুসেন।
আরও পড়ুন: EPL 2021-22: লিভারপুলের গ্যালারি থেকে ম্যান সিটির কোচিং স্টাফের গায়ে থুতু