Cricket Viral: হতে পারত ছয়, হল রান আউট! রইল অবিশ্বাস্য ফিল্ডিংয়ের ভিডিয়ো

Nepal Cricket Spectacular Fielding: ত্রিদেশীয় সিরিজ খেলছে নেপাল, নামিবিয়া ও নেদারল্যান্ডস। নেপাল ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। আর এই ম্যাচেই কান্ড। টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল নেপাল। প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে মাত্র ১২০ রানে অলআউট করে নেপাল। এই লক্ষ্য ১৫.২ ওভারেই পার করে নেপাল ক্রিকেট টিম। লো স্কোরিং ম্যাচের ক্ষেত্রে বাড়তি ভূমিকা থাকে ফিল্ডিংয়ের। নেপাল বনাম নেদারল্যান্ডস ম্যাচেও এমনটাই হয়েছে।

Cricket Viral: হতে পারত ছয়, হল রান আউট! রইল অবিশ্বাস্য ফিল্ডিংয়ের ভিডিয়ো
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2024 | 12:50 PM

এমনও হয়! ক্রিকেটে এমন অনেক কিছুই হয়। অবাক করা ঘটনা নেপাল ক্রিকেটে টিমের ফিল্ডারের। হতে পারত ছয়, হল রান আউট! কী ভাবে হল! ব্যাটারও অবাক। ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এমন ফিল্ডিং। নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে নেপাল। আলোচনায় তাদের ফিল্ডিং। ছয় তো বাঁচালেনই, উল্টে রানআউটও। এই ভিডিয়ো না দেখলে যেন বিশ্বাস করাই কঠিন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ত্রিদেশীয় সিরিজ খেলছে নেপাল, নামিবিয়া ও নেদারল্যান্ডস। নেপাল ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। আর এই ম্যাচেই কান্ড। টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল নেপাল। প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে মাত্র ১২০ রানে অলআউট করে নেপাল। এই লক্ষ্য ১৫.২ ওভারেই পার করে নেপাল ক্রিকেট টিম। লো স্কোরিং ম্যাচের ক্ষেত্রে বাড়তি ভূমিকা থাকে ফিল্ডিংয়ের। নেপাল বনাম নেদারল্যান্ডস ম্যাচেও এমনটাই হয়েছে।

নেদারল্যান্ডস ইনিংসের ১৯ তম ওভার। নেপালের বোলার দীপেন্দর সিং আইরির ফুলটস ডেলিভারি। নেদারল্যান্ডসের অভিজ্ঞ অলরাউন্ডাল রোলেফ ভ্যান ডার মারওয়ে লং অনে বড় শট খেলেন। সকলে ধরেই নিয়েছেন, ছয় হওয়া সময়ের অপেক্ষা। কিন্তু সবাইকে অবাক করে দেন কুশল ভুর্তেল। বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে বল আটকান। ব্যালান্স রাখতে না পারায় বল ছুড়ে দেন বাউন্ডারির ভিতরে। দ্রুতই বল পিক আপ করে থ্রো করেন কুশল।

ছয় হবে ধরে নিয়ে প্রাথমিক ভাবে খুচরো রানের মেজাজে ছিলেন না রোলেফ ভ্যান ডার মারওয়ে। যদিও এমন ফিল্ডিং দেখার পর রান নেওয়ার জন্য দৌড়তে বাধ্য হন। প্রথম রানটি কমপ্লিট করেন। দ্বিতীয় রান নিতে গিয়েই বিপত্তি। কুশলের থ্রো উইকেটকিপার প্রান্তে। ভুল বোঝাবুঝিতে দুই ব্যাটার বোলিং প্রান্তে। রান আউট হন বিবান কিংমা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোচনায় এই রান আউট।