Kane Williamson: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করবেন কেন উইলিয়ামসন
ICC World Cup 2023: বিশ্বকাপে ইতিমধ্যেই জোড়া ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড (New Zealand)। কাপযাত্রার শুরুটা বেশ ভালো হয়েছে কিউয়িদের। তাতে অবশ্য ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। চোট সারিয়ে তিনি সুস্থ হয়েছেন ঠিকই। কিন্তু তাঁকে ম্যাচে খেলানোর জন্য কোনওরকম তাড়াহুড়ো করেনি কিউয়ি বোর্ড।
চেন্নাই: বিশ্বকাপে (ICC World Cup 2023) ইতিমধ্যেই জোড়া ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড (New Zealand)। কাপযাত্রার শুরুটা বেশ ভালো হয়েছে কিউয়িদের। তাতে অবশ্য ছিলেন না দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। চোট সারিয়ে তিনি সুস্থ হয়েছেন ঠিকই। কিন্তু তাঁকে ম্যাচে খেলানোর জন্য কোনওরকম তাড়াহুড়ো করেনি কিউয়ি বোর্ড। এ বার সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন কিউয়ি ক্যাপ্টেন কেন। চিপকে আগামিকাল নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এলেন কেন এবং জানালেন টাইগার্সদের বিরুদ্ধে তিনি আগামিকাল চিপকে খেলবেন। ক্যাপ্টেন কেনের সঙ্গে বাংলাদেশ ম্যাচে অবশ্য দেখা যাবে না দলের সিনিয়র তারকা টিম সাউদিকে। একথা খোদ জানিয়েছেন উইলিয়ামসন। সাউদিকে নিয়ে আর কী বললেন কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি ওয়ার্ম আপ ম্যাচে ব্যাট করেছিলেন কেন। আর এক ম্যাচে ফিল্ডিং করেছিলেন। এ বার চলতি বিশ্বকাপে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে চলেছেন তিনি। তার আগে প্রেস কনফারেন্সে কেন বললেন, ‘চোট সারিয়ে ফিরে আসাটা আমার জন্য একটা লম্বা সফর ছিল। বিশ্বকাপ স্কোয়াডে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। এই যে এখানে বসে আছি এবং আগামিকালের ম্যাচের প্রসঙ্গে কথা বলছি, এটাও আমাকে উত্তেজিত করছে।’
ভারতের আইপিএল খেলতে এসে গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচেই চোট পান কেন উইলিয়ামসন। কেনের দীর্ঘ সময় লেগে যায় সেই চোট সারতে। তবে হাল ছাড়েননি তিনি। তারই ফল পাচ্ছেন এ বার। আগামিকাল বিশ্বকাপ যাত্রা কেন শুরু করছেন, কিন্তু দলের আর এক সিনিয়র ক্রিকেটার টিম সাউদিকে পাওয়া যাবে না বাংলাদেশের বিরুদ্ধে। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন টিম সাউদি। সেই চোট আগের থেকে অনেকটাি সারিয়ে ফেলেছেন সাউদি। কিন্তু বাংলাদেশ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না, জানিয়ে দিয়েছেন কেন।