কোনও অজুহাত নয়। বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর সরল স্বীকারোক্তি ভারত অধিনায়ক রোহিত শর্মার। তিনি মেনে নিলেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। প্রকৃত নেতার মতোই সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিলেন। তবে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেই আশার কথাও শুনিয়ে রেখেছেন ক্যাপ্টেন। এর জন্য অবশ্য তৃতীয় দিন প্রথম সেশনে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স প্রয়োজন। আর কী বলছেন রোহিত শর্মা?
ভারতীয় ব্যাটাররা কি শট খেলায় তাড়াহুড়ো করেছেন? রোহিত বলেন, ‘৪৬ রানে অলআউট হয়ে গিয়েছি। সেখানে বলাই যায় হয়তো কিছুক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করেছি। এমন একটা পিচ যেখানে পেসারদের সুবিধা রয়েছে, প্রথম থেকে গেমপ্ল্যান প্রস্তুত রাখতে হয়। আমরা এমন পিচে আগেও খেলেছি, সাফল্যও পেয়েছি। প্রত্যেকেরই নিজস্ব প্ল্যান থাকে। অনেক সময় কিছু একটা চেষ্টা করতে গেলে তা সফল হয় না। চ্যালেঞ্জ ছিল, নিজেদের চ্যালেঞ্জ করাও উচিত।’
তিন দিন পিচ ঢাকা ছিল। সেই পিচে প্রথমে ব্যাটিং, বোলিং কম্বিনেশনে তিন স্পিনার। সিদ্ধান্তের নেপথ্যের কারণও বললেন। রোহিতের কথায়, ‘পিচে সেই অর্থে ঘাস ছিল না। আমাদের মনে হয়েছিল, প্রথম দুটো সেশনে পেসাররা সুবিধা পেলেও এরপর বল টার্ন করবে। ভারতের মাটিতে প্রথম সেশন সবসময়ই এমন হয়ে থাকে। পিচ এরপর সেটল হয়। স্পিনাররা সাহায্য পায়। পিচে যেহেতু ঘাস ছিল না, মনে হয়েছিল এখানেও তাই হবে। কুলদীপ ফ্ল্যাট পিচে আগেও খেলেছে, সাফল্য পেয়েছে। তবে যতটা ফ্ল্যাট পিচ প্রত্যাশা করেছিলাম, তা ছিল না। পিচ বুঝতে ভুল করেছি, সেটা স্বীকার করতে দ্বিধা নেই। এটা আমার ভুল।’
ভারতের ফিল্ডিংও খারাপ হয়েছে এ দিন। তাতে অবশ্য কোনও অস্বস্তি দেখছেন না। একটা দিন খারাপ যেতেই পারে। একটা দিন নিয়ে বিচার না করাই শ্রেয় বলে মনে করেন রোহিত। তবে সবশেষে আবারও তাঁর মুখে একটাই কথা। বলছেন, ‘সহজ হিসেব, আমরা ভালো খেলতে পারিনি।’