জয়পুর: আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (T20 Series)। গতকালই এই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। আর সিরিজ শুরুর দিন সকালে নিউজিল্যান্ড (New Zealand) বোর্ড জানাল, পেসার কাইল জামিসন (Kyle Jamieson) খেলবেন না টি-টোয়েন্টিতে। ফোকাস করছেন ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে। গতকালই ব্ল্যাক ক্যাপসরা জানিয়েছিল, ট্রেন্ট বোল্টকে বিশ্রাম দেওয়া হচ্ছে টেস্ট সিরিজে। তাঁর জায়গাতেই পেস বোলিং আক্রমণ সামলাবেন কাইল জামিসন। এই পেস বোলারকে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ এবং চনমনে রাখতেই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে সিদ্ধান্ত। নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, “কাইল এবং কেনেথের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওরা পুরোপুরি ফোকাস করবে টেস্ট সিরিজের ওপর। শুধু এই দুই ক্রিকেটারই নয়, টেস্ট সিরিজে খেলবে এমন অনেক ক্রিকেটারকেই খেলতে দেখা যাবে না টি-টোয়েন্টি সিরিজে। আমরা দলে ব্যালান্স আনার চেষ্টা করছি। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে পাঁচ দিনের মধ্যে, তিনটি আলাদা আলাদা শহরে। এটা একেবারেই সহজ কাজ নয়।”
দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পাশাপাশি। ভারতের বিরুদ্ধে সিরিজে আরও একজন কোচ নিয়োগ করেছে নিউজিল্যান্ড। তাদেরই প্রাক্তন ক্রিকেটার জেমস প্যামেন্ট। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ। ভারতীয় পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তার। সেই জন্যই চতুর্থ কোচ নিয়োগের ভাবনা। প্যামেন্টের অভিজ্ঞতা টেস্ট সিরিজের সময় কাজে লাগবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
একদিকে টানা ক্রিকেট তার সঙ্গে বায়ো বাবলের মানসিক ক্লান্তি। গোটা বিশ্বের ক্রিকেটার যা নিয়ে হাঁপিয়ে উঠেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সব দেশই তাদের ক্রিকেটারদের রোটেশন পদ্ধতিতে খেলানোর কথা ভাবতে শুরু করেছে। গতকাল নিজের প্রথম সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের নতুন কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ক্রিকেটাররা মানুষ, মেশিন নয়। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে ও ক্লান্তি দূর করতে ভারতও একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা। আবার টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হবে রোহিত শর্মা,ঋষভ পন্থকে। ভারতের হয়ে প্রথম টেস্টেও খেলবেন না বিরাট কোহলি।
রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। সোমবারই ভারতে এসেছে তারা। মাঝে মঙ্গলবার, একদিন অনুশীলনের সুযোগ পেয়েছেন কিউয়িরা। আর বুধবার থেকে সিরিজ শুরু। আজ জয়পুর, শুক্রবার রাঁচি, আর রবিবার কলকাতায় টি-টোয়েন্টি ম্যাচ। এই সূচি ক্রিকেটারদের জন্য যে যথেষ্ট মাথা ব্যথার কারণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। দুবাইয়ের ফাইনাল ধরলে মাত্র আটদিনের মধ্যে দুই দেশের, চারটি শহরে, চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডকে। এ দিকে, ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবে।
আরও পড়ুন: Sourav Ganguly : অনিল কুম্বলের বদলে ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ