দুবাই: নিউজিল্যান্ড (New Zealand) ইতিহাস গড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) প্রথম বার চ্যাম্পিয়ন হয়ে। কিউয়ি নেতা এবার ফিরে পেলেন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) শীর্ষস্থান। স্টিভ স্মিথকে (Steve Smith) পিছনে ফেলে ৯০১ পয়েন্ট নিয়ে কেন উইলিয়ামসন (Kane Williamson) পৌঁছে গেছেন টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম স্থানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর স্মিথের থেকে ১০ পয়েন্ট বেশি নিয়ে নিজের জায়গা এক প্রকার পুনরুদ্ধার করেছেন কিউয়ি অধিনায়ক। টেস্ট ফাইনালে প্রথম ইনিংসে ৪৯ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ৫২ রানে অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন বানান নিউজিল্যান্ডের অধিনায়ক। তাঁর সঙ্গে জুটি বাঁধেন কিউয়ি ব্যাটসম্যান রস টেলর। ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
?? @BLACKCAPS captain Kane Williamson is back to the No.1 spot in the latest @MRFWorldwide ICC Men's Test Player Rankings for batting.
Full list: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/1DWGBonmF2
— ICC (@ICC) June 30, 2021
ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর অর্জিত পয়েন্ট ৮১২। ভারতের অপর দুই ক্রিকেটার রোহিত শর্মা ও ঋষভ পন্থ রয়েছেন যথাক্রমে ছয় ও সাত নম্বরে। রোহিতের অর্জিত পয়েন্ট ৭৫৯ এবং ৭৫২ পয়েন্ট রয়েছে পন্থের ঝুলিতে।
টেস্ট র্যাঙ্কিংয়ের বোলিং বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অর্জিত পয়েন্ট ৮৬৫। বোলিং বিভাগের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অল রাউন্ডারের তালিকায় প্রথম দশে রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছেন জাডেজা। অশ্বিনের অর্জিত পয়েন্ট ৩৫৮।
আরও পড়ুন: World Test Championship: বিতর্কে পড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট সিস্টেম বদলাচ্ছে আইসিসি