World Test Championship: বিতর্কে পড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট সিস্টেম বদলাচ্ছে আইসিসি
ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)। যা ৫ টেস্টের সিরিজ।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট বিতর্ক মেটাতে চলেছে আইসিসি (ICC)। এবার থেকে ম্যাচ জিতলে ১২ পয়েন্ট করে পাবে টিমগুলো। ম্যাচ যদি টাই হয়, তা হলে ৬ পয়েন্ট জুটবে। ড্র হলে ৪ পয়েন্ট।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এ নিয়ে সমালোচনাও করেছিল। আগের টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজ জিতলে পাওয়া যেত ১২০ পয়েন্ট। কিন্তু সেই সিরিজকে টেস্ট ম্যাচ সংখ্যা দিয়ে বিচার করা হত না। ২ টেস্টের সিরিজে যা পয়েন্ট মিলত, ৫ টেস্টের সিরিজেও তাই।
আইসিসির এক কর্তা বলেছেন, ‘পয়েন্ট সিস্টেম নিয়ে কিছু প্রশ্ন ছিলই। ২ বা ৫ টেস্টের সিরিজ জিতলে ১২০ পয়েন্ট পাওয়া যেত। সেটা এ বার পাল্টে যাবে। ম্যাচ জিতলে মিলবে ১২ পয়েন্ট। টিমের র্যাঙ্কিং নির্ভর করবে প্রাপ্ত পয়েন্টের উপর।’
ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)। যা ৫ টেস্টের সিরিজ। এই বছরই রয়েছে অ্যাসেজ সিরিজও। তাও পাঁচ টেস্টের সিরিজ। চলতি বছর এমন লম্বা সিরিজ আর নেই। আগামী বছর ভারত সফরে এসে অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ খেলবে। ন’টা টেস্ট খেলিয়ে দেশ সব মিলিয়ে ছ’টা টেস্ট সিরিজ খেলবে। তিনটে হোম, তিনটে অ্যাওয়ে সিরিজ। টেস্টের সংখ্যা ধরলে, ভারত খেলবে ১৯টা, অস্ট্রেলিয়া ১৮টা, দক্ষিণ আফ্রিকা ১৫টা, ইংল্যান্ড ১২টা। প্রথম বিশ্বসেরা টিম নিউজিল্যান্ড খেলবে ১৩টা টেস্ট। তার পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে।
আরও পড়ুন: অশ্বিন-মিতালির মুকুটে নয়া পালক