Kane Williamson: আন্তর্জাতিক টি-২০ থেকে আচমকা অবসর ঘোষণা কেন উইলিয়ামসনের

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানালেও কেন উইলিয়ামসন টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন। টি-টোয়েন্টিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২৪ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে।

Kane Williamson: আন্তর্জাতিক টি-২০ থেকে আচমকা অবসর ঘোষণা কেন উইলিয়ামসনের
আন্তর্জাতিক টি-২০ থেকে আচমকা অবসর ঘোষণা কেন উইলিয়ামসনেরImage Credit source: PTI

Nov 02, 2025 | 6:37 PM

কলকাতা: তরুণদের জায়গা ছাড়া উচিত। তাই দেশের জার্সিতে আর টি-২০ খেলতে নামবেন না এক সিনিয়র কিউয়ি ক্রিকেটার। “দীর্ঘদিন ধরে এই টিমের অংশ হতে পেরে আমি আনন্দিত। সব স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ। আমার মনে হয় নিজের জন্য দলের জন্য এটাই সঠিক সময়।” এমনটা বলেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)।

উইলিয়ামসনের কথায়, ‘ক্রিকেট এমনই একটা খেলা, যেখানে খেলতে আমি খুব ভালবাসি। দেশের জার্সি গায়ে চাপিয়ে খেলার সুযোগ পেয়েছি অনেক দিন। আর এই সময় যে সকল স্মৃতি তৈরি করতে পেরেছি এবং অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমার নিজের মনে হয়েছে যে, নিজের জন্য এবং দলের জন্য আমার সরে যাওয়ার এটাই সঠিক সময়। আমার এই সিদ্ধান্তের জন্য দলের আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিকল্পনা করতেও সুবিধে হবে। আমাদের দেশে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার মতো প্রচুর প্রতিভা রয়েছে। সেই প্লেয়ারদের শীর্ষ স্তরে খেলার সুযোগ করে দেওয়া দরকার। তেমনটা হলে ওরা বিশ্বকাপের জন্য ভাল করে প্রস্তুতি নিতে পারবে।’

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটকে বিদায় জানালেও কেন উইলিয়ামসন টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন। ৯৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই কিংবদন্তি ক্রিকেটার এই ফরম্যাটে ২৫০০-এর বেশি রান করেছেন। উইলিয়ামসন মোট ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ২০১৬ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল এবং ২০২১ সালের ফাইনালে পৌঁছেছিল।

উইলিয়ামসনের উল্লেখযোগ্য ইনিংস

২০২১ সালের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর খেলা ৮৫ রানের ইনিংসটি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অধিনায়ক হিসাবে করা সর্বোচ্চ স্কোর।

উইলিয়ামসনের শেষ টি-২০ ম্যাচ

টি-টোয়েন্টিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২৪ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে।

৩৫ বছর বয়সী উইলিয়ামসন জানিয়েছেন যে, আসন্ন ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে মন দেবেন। তিনি ভবিষ্যতে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে তাঁর খেলার বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।