New Zealand vs Australia Match Highlights, T20 World Cup 2021: ওয়ার্নার-মার্শের দাপটে কিউয়িদের ছাপিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2021 | 11:02 PM

New Zealand vs Australia Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ড (New Zealand) বনাম অস্ট্রেলিয়া (Australia) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

New Zealand vs Australia Match Highlights, T20 World Cup 2021: ওয়ার্নার-মার্শের দাপটে কিউয়িদের ছাপিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ ফাইনাল

Follow Us

দুবাই: আজ, রবিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনাল (Final) ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। দুবাইতে ফাইনাল ম্যাচে টসে জিতেছিলেন ফিঞ্চ। এবং টসে জিতে উইলিয়ামসনদের শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল নিউজিল্যান্ড। ৪৮ বলে ৮৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন। ফাইনাল ম্যাচে জিতে ট্রফি হাতে তুলতে অজিদের প্রয়োজন ছিল ১৭৩ রান। ৭ বল বাকি থাকতেই কিউয়িদের দেওয়া টার্গেট পূরণ করে ফেলেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার-মার্শ-ম্যাক্সওয়েলের দাপটে ১৮.৫ ওভারে ১৭৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলে অস্ট্রেলিয়া। ৫ বারের ওয়ান ডে বিশ্বকাপজয়ীরা এই প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল। দুবাইতে রবিরাতের মহারণে কিউয়িদের সামনে থেকে কাপ ছিনিয়ে নিয়ে গেলেন ওয়ার্নাররা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 14 Nov 2021 10:53 PM (IST)

    একুশের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ৭ বল বাকি থাকতেই কিউয়িদের দেওয়া টার্গেট পূরণ করে ফেলেছে অস্ট্রেলিয়া। ১৮.৫ ওভারে ১৭৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলে অস্ট্রেলিয়া। ৫ বারের ওয়ান ডে বিশ্বকাপজয়ীরা এই প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেল।

  • 14 Nov 2021 10:32 PM (IST)

    ১৫ ওভারে অস্ট্রেলিয়া ১৩৬/২

    অজিদের ম্যাচ জিততে চাই ৩০ বলে ৩৭ রান। খেলা বাকি ৫ ওভারের। ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ


  • 14 Nov 2021 10:22 PM (IST)

    মিচেল মার্শের হাফসেঞ্চুরি

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মিচেল মার্শ।

  • 14 Nov 2021 10:20 PM (IST)

    ওয়ার্নারকে ফেরালেন বোল্ট

    ৩৮ বলে ৫৩ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হলেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।

  • 14 Nov 2021 10:10 PM (IST)

    ওয়ার্নারের হাফসেঞ্চুরি

    টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৩৪ হাফসেঞ্চুরি পূর্ণ করলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।

  • 14 Nov 2021 10:06 PM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ৮২/১

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলেছে অজিরা। ক্রিজে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

  • 14 Nov 2021 09:48 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে শেষ। ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে অজিদের এখনও প্রয়োজন ১৩০ রান।

  • 14 Nov 2021 09:44 PM (IST)

    ৫ ওভারে অস্ট্রেলিয়া ৪০/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে অজিরা তুলেছে ৪০ রান

    ডেভিড ওয়ার্নার ব্যাট করছেন ১৮ রানে। মিচেল মার্শ রয়েছেন ১৭ রানে

  • 14 Nov 2021 09:34 PM (IST)

    ফিঞ্চ আউট

    তৃতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্ট তুলে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট। ৭ বলে ৫ রান করে আউট হন ফিঞ্চ।

  • 14 Nov 2021 09:20 PM (IST)

    রান তাড়া করতে নামল অজিরা

    ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।

  • 14 Nov 2021 09:10 PM (IST)

    ১৭২ রানে থামল নিউজিল্যান্ড

    নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে নিউজিল্যান্ড। ফাইনাল ম্যাচে জিতে ট্রফি হাতে তুলতে অজিদের প্রয়োজন ১৭৩ রান।

  • 14 Nov 2021 08:58 PM (IST)

    উইলিয়ামসন আউট

    ৪৮ বলে ৮৫ রান করে আউট হলেন কেন উইলিয়ামসন। জস হ্যাজেলউড এক ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন

  • 14 Nov 2021 08:54 PM (IST)

    গ্লেন ফিলিপস আউট

    ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেন গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 14 Nov 2021 08:41 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্য়ান্ড ১১৪/২

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ২ উইকেট নিতে পেরেছে অজিরা। এবং হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসন। ক্রিজে গ্লেন ফিলিপস (১৫*) ও কেন উইলিয়ামসন (৫৫*)।

  • 14 Nov 2021 08:34 PM (IST)

    উইলিয়ামসনের হাফসেঞ্চুরি

    ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 14 Nov 2021 08:23 PM (IST)

    মার্টিন গাপ্টিলকে ফেরালেন জাম্পা

    ৩৫ বলে ২৮ রান করে সাজঘরে ফিরলেন মার্টিন গাপ্টিল। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় উইকেট এনে দিলেন অ্যাডাম জাম্পা।

  • 14 Nov 2021 08:12 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৫৭/১

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৫৭ রান।

    কেন উইলিয়ামসন ব্যাট করছেন ১৮ রানে। মার্টিন গাপ্টিল রয়েছেন ২৭ রানে

  • 14 Nov 2021 07:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। ১ উইকেট হারিয়ে ৬ ওভারে কিউয়িরা তুলেছে ৩২ রান।

    মার্টিন গাপ্টিল ১৭* ও কেন উইলিয়ামসন ৩*

  • 14 Nov 2021 07:53 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৩০/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। চতুর্থ ওভারের পঞ্চম বলে ড্যারেল মিচেলের উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ক্রিজে এখন কেন উইলিয়ামসন ও মার্টিন গাপ্টিল।

  • 14 Nov 2021 07:49 PM (IST)

    মিচেল আউট

    ৮ বলে ১১ রান করে মাঠ ছাড়লেন কিউয়ি ওপেনার ড্যারেল মিচেল। অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দিলেন জস হ্যাজেলউড।

  • 14 Nov 2021 07:45 PM (IST)

    ৩ ওভারে নিউজিল্যান্ড ২৩/০

    প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে কিউয়ি ওপেনিং জুটি তুলেছে ২৩ রান।

  • 14 Nov 2021 07:31 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারেল মিচেল।

  • 14 Nov 2021 07:17 PM (IST)

    ইংল্যান্ডের অধিনায়ক কী বার্তা দিলেন ফাইনালে ওঠা দুই দলকে?

    সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টের ফাইনালে ওঠা হয়নি ইংল্যান্ডের। তবে ফাইনাল ম্যাচের আগে দুই দলকে শুভকামনা জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান।

  • 14 Nov 2021 07:14 PM (IST)

    চ্যাম্পিয়ন হবে কারা… কী বললেন যুবি?

    অজি-কিউয়িদের লড়াইয়ে নিউজিল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং।

  • 14 Nov 2021 07:07 PM (IST)

    কিউয়িদের প্রথম একাদশ

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, টিম সেইফার্ট (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

  • 14 Nov 2021 07:06 PM (IST)

    অজিদের প্রথম একাদশ

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

  • 14 Nov 2021 07:03 PM (IST)

    টস আপডেট

    ফাইনাল ম্যাচে টসে জিতল অস্ট্রেলিয়া।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ।

  • 14 Nov 2021 06:55 PM (IST)

    অজিদের শেষবেলার প্রস্তুতি

  • 14 Nov 2021 06:46 PM (IST)

    ম্যাচের আগে আলাপচারিতায় ম্যাক্সি-জেমিসনরা

  • 14 Nov 2021 06:28 PM (IST)

    উইলিয়ামসনদের শেষ বেলার প্রস্তুতি

  • 14 Nov 2021 06:26 PM (IST)

    টি-২০ বিশ্বকাপ কিউয়ি শিবিরে কি তুলতে পারবেন উইলিয়ামসনরা?

  • 14 Nov 2021 06:24 PM (IST)

    আর মাত্র ঘণ্টাখানেকের অপেক্ষা

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭.৩০ মিনিটে শুরু হবে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ।

  • 14 Nov 2021 06:20 PM (IST)

    কিউয়ি-অজিদের মহাদ্বৈরথ

  • 14 Nov 2021 06:19 PM (IST)

    পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কুড়ি ওভারের ফরম্যাটে কাপ জয়ের লক্ষ্যে নামবে

    পাঁচ বারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার (Australia) শিকেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) এর শিকে কখনও ছেড়েনি। আজ সেই আক্ষেপটা মেটাতেই মাঠে নামতে চান ফিঞ্চরা।

    পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: কিউয়িদের হারিয়ে কাপ জেতাই লক্ষ্য অজিদের

  • 14 Nov 2021 06:17 PM (IST)

    কিউয়িদের সামনে অজি চ্যালেঞ্জ

    বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে অনেক বিশেষজ্ঞই চ্যাম্পিয়নদের তালিকার মধ্যে রাখেনি উইলিয়ামসনদের (Kane Williamson)। বিশ্বকাপ শুরু হতেই দেখা গেল অন্য ছবি। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও, ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতেই ঘুরে দাঁড়ানো শুরু কিউয়িদের। সেই নিউজিল্যান্ড এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। প্রতিপক্ষ আবার অস্ট্রেলিয়া (Australia)। যাদের সঙ্গে শত্রুতা বহু পুরনো। চিরশত্রুকে হারালেই প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড (New Zealand)।

    পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: ৬ বছর আগের ঘা এখনও দগদগে উইলিয়ামসনদের

  • 14 Nov 2021 06:13 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া (New Zealand vs Australia)। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৯ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫ বার। তবে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে এক বার সাক্ষাৎ হয়েছে কিউয়ি-অজিদের। সেই ম্যাচে জয় এসেছিল নিউজিল্যান্ডের ঝুলিতে।