টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়। ভারতীয় ক্রিকেটে পালা-বদলের সম্ভাবনা তৈরি হয়েছিল। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে হরমনপ্রীত কৌর অধ্যায় থেকে এগনোর পরামর্শ দিয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলে নজরে এ বার ওয়ান ডে বিশ্বকাপ। ২০০৫ এবং ২০১৭। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। দু-বারই রানার্স। মেয়েদের ক্রিকেটে নানা সাফল্য থাকলেও ঝুলিতে এখনও বিশ্বকাপ নেই। সেটা টি-টোয়েন্টি ফরম্যাটেই হোক আর ওয়ান ডে। আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু নিউজিল্যান্ড সিরিজ দিয়েই।
হরমনপ্রীতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায়। মনে করা হয়েছিল, আগামী ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন ক্যাপ্টেন বেছে নেওয়া হবে। যদিও তা হয়নি। ভরসা রাখা হয়েছে হরমনপ্রীতেই। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্ততি শুরু। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগজ, দীপ্তি শর্মার মতো সিনিয়রদের পাশাপাশি ভারতের স্কোয়াডে একঝাঁক নতুন মুখও রয়েছে। তাদের খেলারও সুযোগ দেওয়া হবে।
ভারতের কাছে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। সদ্য টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। এমন শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফরম্যান্স করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে সিরিজের তিনটি ওয়ান ডে। একই মাঠ, প্রতিপক্ষও এক। পরীক্ষারও সুযোগ থাকছে ভারতের কাছে। নজর থাকবে নতুনদের কাছে। বিশেষ করে ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করে, সে দিকে বাড়তি নজর।
ভারত বনাম নিউজিল্যান্ড, বৃহস্পতিবার, দুপুর ১.৩০, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার