কলকাতা: কয়েকদিন আগে ডেঙ্গিতে কাবু হয়ে পড়েছিলেন নীতীশ রানা (Nitish Rana)। গত বছর দিল্লি ছেড়ে উত্তরপ্রদেশ টিমে যোগ দেন মিডল অর্ডারের তারকা ক্রিকেটার। রঞ্জি ট্রফিতে গত বছর থেকে ইউপির হয়ে খেলছেন রানা। তাঁকে পরবর্তীতে ইউপি রঞ্জি টিমের অধিনায়কও ঘোষণা করা হয়। এ বার তিনি একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশের রঞ্জি টিমের শিবিরে যোগ দিলেন। একইসঙ্গে জানিয়েছেন, তিনি নেতৃত্বের দায়িত্ব পেলে, তা পালনের জন্য তৈরি। তিনি কি এ বারের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) পাবেন উত্তরপ্রদেশ টিমের নেতৃত্ব?
সপ্তাহের প্রথম দিন একানা স্টেডিয়ামে এসে ৪৫ মিনিট নেটে প্র্যাক্টিস করেন নীতীশ রানা। তিনি জানিয়েছেন, আগামী তিনদিন কড়া অনুশীলন করবেন। টাইমস অব ইন্ডিয়াকে রানা বলেন, ‘আমি রঞ্জি শিবিরে দেরিতে যোগ দিয়েছি। আমার ডেঙ্গি হয়েছিল। যার ফলে ৩-৪ দিন হাসপাতালে ছিলাম।’
এ বারের রঞ্জি ট্রফিতে নীতীশ রানা কি নেতৃত্ব দিতে তৈরি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আবার দলের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। যদি অ্যাসোসিয়েশন মনে করে আমি যোগ্য, তা হলে আমি নেতৃত্ব দিতে তৈরি।’ রানা এও জানান, তিনি কখনও ক্যাপ্টেন্সির পিছনে দৌড়াননি। কখনও তিনি নেতৃত্ব চাননি। কিন্তু সেই দায়িত্ব পাওয়ার পর ভালো ভাবেই তা পালন করেছিলেন। রানা বলেন, ‘ইউপি দলে অনেক প্রতিভা রয়েছে। আমি ইউপির বিরুদ্ধে অনূর্ধ্ব-১৬ টিমে খেলেছি। যখন সুযোগ এসেছিল, আমি অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ইউপিতে যোগ দিয়েছিলাম।’
উত্তরপ্রদেশের রঞ্জি স্কোয়াড নিয়ে নীতীশ রানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এই নিয়ে কোচ বা নির্বাচকদের সঙ্গে এখনও কোনও কথা বলিনি। রিঙ্কু সিং, যশ দয়াল এবং ধ্রুব জুরেলরা প্রথম দিকের ম্যাচগুলোর জন্য থাকছে না। তাই যাঁরা এখন জাতীয় দলের ডিউটিতে ব্যস্ত, তাঁদের পরিবর্তে আমাদের নতুন কিছু মুখকে নিতে হবে।’