No-ball Controversy in IPL 2022: নো-বল বিতর্কে বিরাট জরিমানা পন্থ-শার্দূলের, কোচ আমরে এক ম্যাচ নির্বাসিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 23, 2022 | 2:17 PM

নো-বল বিতর্কে কড়া সিদ্ধান্ত আইপিএল কমিটির। দুই ক্রিকেটারের বিরাট জরিমানা হল। এক ম্যাচ নির্বাসিত ও বড় জরিমানা কোচের। আইপিএলের এই ঘটনা কিন্তু তীব্র প্রতিক্রিয়া হয়েছে ক্রিকেটমহলে।

No-ball Controversy in IPL 2022: নো-বল বিতর্কে বিরাট জরিমানা পন্থ-শার্দূলের, কোচ আমরে এক ম্যাচ নির্বাসিত
No-ball Controversy in IPL 2022: নো-বল বিতর্কে বিরাট জরিমানা পন্থ-শার্দূলের, কোচ আমরে এক ম্যাচ নির্বাসিত
Image Credit source: IPL Website

Follow Us

মুম্বই: নো-বল বিতর্কে এ বার কড়া পদক্ষেপ নিল আইপিএলের (IPL 2022) গভর্নিং কাউন্সিল। ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা গেল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্যাপ্টেন ঋষভ পন্থের (Rishabh Pant)। কোচ প্রবীণ আমরের শুধু একশো শতাংশ ম্যাচ ফি নয়, এক ম্যাচ নির্বাসিতও করা হল। দিল্লির পেসার শার্দূল ঠাকুরের জরিমানা হল ৫০ শতাংশ ম্যাচ ফি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারে নো-বলের দাবি তুলেছিল ঋষভের টিম। কিন্তু আম্পায়ার তা না দেওয়ায় টিম তুলে নিতে চলেছিলেন দিল্লির ক্যাপ্টেন। তাই নিয়েই বিতর্ক শুরু হয়ে যায়। আইপিএলের কোড অফ কন্ডাক্ট যে ভেঙেছেন, পন্থ-প্রবীণ-শার্দূল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর সেই কারণেই কঠোর মনোভাব তুলে ধরল আইপিএল কমিটি। শেষ ওভারে দরকার ছিল ৩৬ রান। রোভম্যান পাওয়েল পর পর তিনটে ছয় মারতেই খেলা ঘুরে গিয়েছিল। তৃতীয় বল নিয়েই যত বিতর্ক।

আইপিএলের ২.৭ ধারায় লেভেল টু অপরাধ করেছেন পন্থ। ২.৮ ধারায় লেভেল টু অপরাধ করেছেন শার্দূল। প্রবীণ আমরা ২.২ ধারার অভিযুক্ত হয়েছেন। ঘটনা শুরু হয়েছিল কুলদীপ যাদব থেকে। নন-স্ট্রাইক এন্ডে থাকা চায়নাম্যান বোলারই প্রথম আম্পায়ারকে নো-বল হয়েছে দেখতে বলেন। কোমরের থেকে বেশি উচ্চতায় বল ডেলিভারি হয়েছিল বলে দাবি তোলেন তিনি। কুলদীপের সঙ্গে পাওয়েল একই দাবি জানান। কিন্তু মাঠের দুই আম্পায়ার ওই দাবি নাকচ করে দেন। সেখান থেকেই শুরু হয়ে যায় ঝামেলা।

দাবি, পাল্টা দাবি, মাঠের ঝামেলা হয়তো মাঠেই শেষ হয়ে যেত। কিন্তু পন্থ সেখানেই অখেলোয়াড়চিত মনোভাব তুলে ধরেন। টিমকে ওয়াক-আউটের নির্দেশ দেন। যা ক্রিকেট মহলের কেউই মানতে চাইছেন না। পন্থের ক্রিকেটের একটা বড় দিক আগ্রাসন। তাই যে তিনি এ ভাবে তুলে ধরবেন, কেউই প্রত্যাশা করেননি। সেই কারণেই পুরো ম্যাচ ফি জরিমানা হয়েছে তাঁর। বিতর্ক ক্রমশ বাড়তে দেখে কোচ প্রবীণ আমরে মাঠে ঢুকে পড়েন। তবে তিনি আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাই বলেছিলেন। ডাগআউট ছেড়ে মাঠে ঢোকার জন্যই জরিমানা ও নির্বাসন দুই-ই হয়েছে তাঁর। রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল আবার চেষ্টা করেছিলেন, যাতে কুলদীপ মাঠ ছেড়ে বেরিয়ে না যান। ওই ম্যাচে সেঞ্চুরি করা জস বাটলার বাউন্ডারি লাইনে গিয়ে পন্থের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন। ম্যাচ হারলেও বিতর্কে জড়িয়ে দিল্লি কিন্তু ক্রিকেটকেই কলঙ্কিত করেছেন, এমনই দাবি করছেন আইপিএলের ভক্তরা।

আরও পড়ুন:  IPL 2022: পিঙ্ক আর্মির কাছে হেরে নো বল বিতর্ক নিয়ে মুখ খুললেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ

Next Article