IPL 2022: পিঙ্ক আর্মির কাছে হেরে নো বল বিতর্ক নিয়ে মুখ খুললেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের শেষে পন্থের কথায় ফুটে ওঠে নো বল বিতর্ক নিয়ে একরাশ বিরক্তি।
মুম্বই: করোনা (COVID 19) কাঁটায় বিদ্ধ হয়েও চলতি আইপিএলে (IPL 2022) দুরন্ত ছন্দেই ছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তবে ছন্দপতন ঘটতে খুব একটা দেরি হল না। পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক তরফা জয় পেলেও রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে শেষ ওভারের নাটকে ১৫ রানে হেরে যায় পন্থের দিল্লি। শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৬ রান। ওবেদ ম্যাকয়কে প্রথম তিন বলে তিনটি ছয় মেরে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন রোভম্যান পাওয়েল। এমন সময়ই নাটক। তৃতীয় ছয়ের সময় নো বলের দাবি করেছিল দিল্লি শিবির। তবে আম্পায়র নো বল দিতে চাননি। ক্ষোভে দিল্লির নেতা ঋষভ পন্থ (Rishabh Pant) তখনই পাওয়েল ও কুলদীপকে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে বলেন। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে প্রবীন আমরে ও শেন ওয়াটসন ঠাণ্ডা করেন ঋষভকে। কিন্তু এই ক্ষোভের পরিবেশে বাকি তিন বলে তিনটি ছয় হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব করতে আর পারেনি রোভমান পাওয়েল।
ম্যাচের শেষে পন্থের কথায় ফুটে ওঠে নো বল বিতর্ক নিয়ে একরাশ বিরক্তি। ম্যাচের শেষে পন্থ বলেন, “আমার মনে হয়েছিল নো বলটা আমাদের জন্য মূল্যবান হতে পারে। আমার মনে হয়েছিল আমাদের ওই বলটা চেক করা উচিত ওটা নো বল ছিল কিনা। কিন্তু এটা তো আর আমার নিয়ন্ত্রনে ছিল না।”
তিনি আরও বলেন, “এটা ভীষণই হতাশাজনক। কিন্তু আমার কিছু করারও ছিল না। সকলেই খুব হতাশ হয়েছে। আমার মনে হয়েছিল ওটা নো বলই হত। আমার মনে হয় তৃতীয় আম্পায়ারের ব্যাপারটাতে হস্তক্ষেপ করা উচিত ছিল, যে ওটা নো বলই ছিল। কিন্ত আমি তো আর নিয়ম বদল করতে পারি না।”
1st ever declaration in T20 by Rishabh Pant ?Pant on fire ??But that is clearly no ball ?#Pant #Powell #RRvsDC #DCvRR #RishabhPant #IPL2022 pic.twitter.com/uTviM6jaAc
— Nara Akhil Chowdhury (@prabhas_mania17) April 22, 2022
কোচ প্রবীন আমরে হঠাৎ মাঠের মধ্যে ঢুকে পড়েন এই নো বল নিয়ে বিতর্ক চলাকালীন। টিম ম্যানেজমেন্টের একজন সদস্যকে নো-বল নিয়ে কথা বলার জন্য মাঠে পাঠানো ঠিক ছিল কিনা জানতে চাওয়া হলে পন্থ বলেন, “অবশ্যই এটা ঠিক ছিল না, কিন্তু আমাদের সঙ্গ যা ঘটেছে সেটাও ঠিক ছিল না। ঘটনাটা মুহূর্তের উত্তাপের বহিঃপ্রকাশ। আমি মনে করি এতে উভয় পক্ষের দোষ ছিল, শুধু আমাদের নয়। কারণ পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা বেশ কিছু ভালো আম্পায়ারিং দেখেছি।”
আরও পড়ুন: IPL 2022: কার ফোন পেয়ে কলকাতায় খেলতে রাজি হলেন অ্যারন ফিঞ্চ