IPL 2022 RCB vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ
শনিরাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
মুম্বই: আগামীকাল শনিবার, আইপিএল-১৫-তে (IPL 2022) রয়েছে ডাবল হেডার। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ২৩ এপ্রিল শনিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আরসিবি এখনও অবধি চলতি আইপিএলে মোট ৭টি ম্যাচে খেলেছে, তার মধ্যে ৫টিতে জিতেছে আরসিবি ও ২টিতে হেরেছেন কোহলিরা। হায়দরাবাদ আরসিবির থেকে একটা কম ম্যাচে খেলেছে। এখনও পর্যন্ত এই আইপিএলের ৬টি ম্যাচে খেলেছে অরেঞ্জ আর্মি। তার ৪টিতে জিতেছেন উইলিয়ামসনরা এবং হেরেছেন ২টিতে। হায়দরাবাদের নেট রান রেট -০.০৭৭। পয়েন্ট টেবলে দুই নম্বরে রয়েছে আরসিবি। কোহলিদের নেট রান রেট +০.২৫১। এবং ৫ নম্বরে রয়েছে হায়দরাবাদ। ফলে শনিরাতে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
হেড টু হেডে নজর রাখলে দেখা যায় এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ২০ বার মুখোমুখি হয়েছে আরসিবি ও হায়দরাবাদ। যার মধ্যে হায়দরাবাদ জিতেছে ১১ বার ও আরসিবি জিতেছে ৮ বার। ১টি ম্যাচের ফল অমীমাংসিত। ফলে পরিসংখ্যানগত দিক থেকে পাল্লা ভারী হায়দরাবাদের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি (২৩ এপ্রিল) আগামীকাল, শনিবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
আরও পড়ুন: IPL 2022: অর্জুন তেন্ডুলকরের নিখুঁত ইয়র্কারে ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট
আরও পড়ুন: IPL 2022: ধোনির ফাঁদে পা দিয়ে প্যাভিলিয়নে পোলার্ড, মাহিমস্তিস্কে মুগ্ধ নেটদুনিয়া