IPL 2022: ফিনিশার ধোনির বন্দনায় জাডেজা, রোহিতরা
ম্যাচের পর সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাডেজা বলেন, 'ম্যাচ যে জায়গায় পৌঁছে গিয়েছিল, আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু তখনও ক্রিজে গ্রেট ফিনিশার ছিল। তাই আমরা জানতাম, আমাদের কাছে একটা সুযোগ আছে। ও এখনও আগের মতোই ফিনিশারের ভূমিকায় অপ্রতিরোধ্য। আগের মতো এখনও ক্ষুধার্ত রয়েছে ধোনি।'
মুম্বই: ‘ওয়ান্স আ ফিনিশার, ইস অলওয়েজ আ ফিনিশার’। বয়স চল্লিশ পার করলেও ব্যাট হাতে এখনও দলকে ম্যাচ জেতান। শেষ ওভারে ১৭ রান দরকার। ক্রিজে আছেন ভিন্টেজ ধোনি (MS Dhoni)। কুছ পরোয়া নেহি। অনায়াসে রান উঠে যাবে। বৃহস্পতিবার রাতে আইপিএলের (IPL 2022) ম্যাচ আবারও দেখল ভিন্টেজ ধোনির ম্যাজিক। ফিরে এল সেই অমর কোরাস— মাহি মার রাহা হ্যয়! জয়দেব উনাদকাটের শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে ম্যাচ জেতালেন। তাও ৪ বলে ১৬ রান দরকার, এই অবস্থায় তিনি বল ফেস করেন। আর ওই ৪ বলেই বাজিমাত। ম্যাচের পর ফিনিশার ধোনিকে কুর্নিশ জানায় চেন্নাই সুপার কিংসের সদস্যরা। মাঠে নেমেই ধোনির সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান জানান অধিনায়ক রবীন্দ্র জাডেজা। ডাগ আউটে ঢোকার সময়ে, এক সদস্য ধোনিকে কুর্নিশ জানান। বয়স বাড়লেও এখনও আগের মতোই কথা বলে ধোনির ব্যাট। আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন। চেন্নাইকে চার বার আইপিএল জিতিয়েছেন ধোনি। এ বারও দলের বিপদে রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। ম্যাচের পর ধোনি বন্দনায় আপামর ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচের পর সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাডেজা বলেন, ‘ম্যাচ যে জায়গায় পৌঁছে গিয়েছিল, আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম। কিন্তু তখনও ক্রিজে গ্রেট ফিনিশার ছিল। তাই আমরা জানতাম, আমাদের কাছে একটা সুযোগ আছে। ও এখনও আগের মতোই ফিনিশারের ভূমিকায় অপ্রতিরোধ্য। আগের মতো এখনও ক্ষুধার্ত রয়েছে ধোনি।’
Hats off #THA7A! ??pic.twitter.com/CJE07pERse#MIvCSK #WhistlePodu #Yellove
— Chennai Super Kings (@ChennaiIPL) April 21, 2022
সপ্তম উইকেটে ডোয়েন প্রিটোরিয়াসের সঙ্গে জুটিতে ৩৩ রান যোগ করেন ধোনি। ১৪ বলে ২২ রান করেন প্রিটোরিয়াস। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই প্রিটোরিয়াস আউট হওয়ায় চাপে পড়ে যায় চেন্নাই। ম্যাচের পর প্রোটিয়া অলরাউন্ডার বলেন, ‘ফিনিশারের ভূমিকায় এখনও ধোনি দক্ষ। আজ রাতে আবার সেটা ও প্রমাণ করল। প্রথম ওভারেই স্কুপ মারতে গিয়েছিলাম। কিন্তু ধোনি আমাকে বারণ করে। তারপর আবার ওকে জিজ্ঞাসা করি, তখন ও মারতে বলে।’
মুম্বই কিংবা চেন্নাই, এ বারের আইপিএলে সে ভাবে মেলে ধরতে পারছে না নিজেদের। তবু পাঁচ বারের চ্যাম্পিয়ন রোহিত শর্মা টিমের বিরুদ্ধে চার বারের আইপিএল জেতা সিএসকের ম্যাচ ঘিরে উন্মাদনা কম ছিল না। উনাদকাটের শেষ ওভারে ৬,৪,২ এবং ৪ মারেন ধোনি। আর তাতেই প্রথম জয়ের দেখা থেকে বঞ্চিত হয় মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘শেষ পর্যন্ত আমরা দরুণ লড়াই চালিয়েছিলাম। আমরা ভালো ব্যাটিং করতে না পারলেও, বোলাররা ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু ধোনির কাছেই আমরা শেষমেশ হেরে গেলাম। আমরা সবাই জানি, কি ভাবে শান্ত থেকে ও ম্যাচ জেতাতে পারে। আর সেটাই করে দেখাল।’
আরও পড়ুন: IPL 2022: অর্জুন তেন্ডুলকরের নিখুঁত ইয়র্কারে ছিটকে গেল ১৫.২৫ কোটির ক্রিকেটারের উইকেট