Hardik Pandya: হার্দিককে মানতে হবে… সিনিয়রদের মিটিংয়ে ডেকে কড়া ধমক MI কর্তাদের!

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 07, 2025 | 5:11 PM

MI, IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স থেকেই এক সময় উত্থান হয়েছিল হার্দিকের। তিনি আবার মুম্বই ছেড়ে নতুন আইপিএল টিম গুজরাট টাইটান্সে চলে যান। দুটো মরসুমে সেখানে খেলে আবার ফেরেন মুম্বইয়ে। শুধু ফেরা নয়, সরাসরি তাঁকে ক্যাপ্টেন করে আনা হয়।

Hardik Pandya: হার্দিককে মানতে হবে... সিনিয়রদের মিটিংয়ে ডেকে কড়া ধমক MI কর্তাদের!
Hardik Pandya: হার্দিককে মানতে হবে... সিনিয়রদের মিটিংয়ে ডেকে কড়া ধমক MI কর্তাদের!

Follow Us

কলকাতা: গ্যালারিতে পোস্টার। উড়ে আসা কটুক্তি। টিমের জার্সি-টুপি পুড়িয়ে ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পর্যন্ত নামাতে হয়। গত মরসুমে এই ছবি দেখা। এক টিমে চার ক্যাপ্টেন থাকলে যা হয়! রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং ফিরে আসা হার্দিক পান্ডিয়া। এতেই জটিলতা, সম্পর্কের অবনতি, ড্রেসিংরুমের আবহাওয়া বিষিয়ে ওঠা। তার ফল? ১৮ ম্যাচ খেলে মাত্র ৪টে জয়। হার ১৪টা ম্যাচে। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন টিমের এই দশা কেন, তা নিয়ে চর্চার অন্ত ছিল না। এখনও থেকে গিয়েছে যার রেশ। নতুন মরসুমে পা দিতে এখনও ২ মাস দেরি। পুরনো ছবি বদলাতে এরই মধ্যে মরিয়া হয়ে মাঠে নামলেন মুম্বই ইন্ডিয়ান্সের কর্তারা। যাতে আগামী মরসুমে এমনটা না ঘটে।

মুম্বই ইন্ডিয়ান্স থেকেই এক সময় উত্থান হয়েছিল হার্দিকের। তিনি আবার মুম্বই ছেড়ে নতুন আইপিএল টিম গুজরাট টাইটান্সে চলে যান। দুটো মরসুমে সেখানে খেলে আবার ফেরেন মুম্বইয়ে। শুধু ফেরা নয়, সরাসরি তাঁকে ক্যাপ্টেন করে আনা হয়। তখন থেকেই উত্তাপ বাড়তে শুরু করেছিল। রোহিতকে না জানিয়েই নাকি ক্যাপ্টেন করা হয়েছে হার্দিককে। উচিত ছিল বুমরাকে করা। ক্যাপ্টেন্সি না পেয়ে গুজরাটি পেসার নাকি ক্ষুব্ধ। সূর্যর নেতৃত্বে নাকি বিপ্লব শুরু হয়েছে ড্রেসিংরুমে। এমন নানা গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল। সেখান থেকে বেরিয়ে আসতে এ বার কড়া মনোভাব তুলে ধরল মুম্বই। মরসুম শুরুর আগেই টিমের কিছু সিনিয়রকে ডেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, যাই হোক না কেন ক্যাপ্টেন হিসেবে হার্দিককেই মানতে হবে। এমনই খবর ভারতীয় মিডিয়ায়।

বোর্ডের এক কর্তা বলেছেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের মতো টিমে যদি ক্যাপ্টেনকে মানা না হয়, তা হলে পারফরম্যান্সের উপর তার প্রভাব পড়তে পারে। হার্দিক ভারতের সম্ভাব্য ক্যাপ্টেন। ওকে নিয়ে পরবর্তী কালেও লড়াই দেখা যেতে পারে। যদি তেমন কিছু থাকে, তা হলে হার্দিককে ক্য়াপ্টেন না করাই উচিত। তাতে কিন্তু টিম ভেঙে যাবে।’

এই খবরটিও পড়ুন

বোর্ড পর্যন্ত এই খবর পৌঁছনোর কারণ কী? বোঝাই যাচ্ছে, বিসিসিআইও চায় না, আইপিএলের মতো ব্র্যান্ডে কোনও রকম প্রভাব পড়ুক। শুধু তাই নয়, আগামী দিনে তিন ক্যাপ্টেন তত্ত্বে গেলে ওয়ান ডে-তে হার্দিক ক্যাপ্টেন হতে পারেন ভারতীয় টিমের। ফলে সব সুতোয় বোর্ডে বাঁধা রয়েছে।

Next Article