IPL 2025 Restart: ‘আইপিএল হোক, তবে…’, কীসে আপত্তি জানালেন গাভাসকর?

Indian Premier League: শনিবার চিন্নাস্বামীতে মুখোমুখী হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। স্বজন হারানো পরিবারের অনুভূতিকে সম্মান জানাতে আইপিএলের বাকি পর্বে অনেক কিছু বন্ধ রাখার পরামর্শ বা বলা ভালো আপত্তি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর।

IPL 2025 Restart: আইপিএল হোক, তবে..., কীসে আপত্তি জানালেন গাভাসকর?
Image Credit source: PTI FILE

May 14, 2025 | 4:22 PM

পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনা এখনও সকলের মনে। হত্যালীলার দায় নিয়েছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন। জবাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। দেশে নিরাপত্তার কারণে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৭ মে থেকে শুরু হতে চলেছে আইপিএলের বাকি অংশ। শনিবার চিন্নাস্বামীতে মুখোমুখী হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। স্বজন হারানো পরিবারের অনুভূতিকে সম্মান জানাতে আইপিএলের বাকি পর্বে অনেক কিছু বন্ধ রাখার পরামর্শ বা বলা ভালো আপত্তি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর।

শনিবার ফিরতে চলেছে আইপিএল। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ মে-র বদলে ৩ জুন অবধি চলবে আইপিএল। ভেনুও কমানো হয়েছে। সব মিলিয়ে মোট ছ’টি ভেনুতে লিগ পর্বের ম্যাচগুলি হবে। প্লে-অফ ও ফাইনালের ভেনু এখনও নিশ্চিত করেনি বোর্ড। টিমগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাকি ম্যাচগুলিতে শান্ত পরিবেশ বজায় রাখার কথা বলেছেন প্রাক্তনী। তাঁর মতে, নিহতদের পরিবারে কোনও সংগীত নেই। তাই তাঁদের অনুভূতিকে সম্মান জানিয়ে ডিজে এবং চিয়ার লিডারদের নাচ বন্ধ রাখার আবেদন গাভাসকরের।

স্পোর্টস টুডেকে এক সাক্ষাৎকারে সুনীল গাভাসকর বলেছেন, ‘পহেলগাঁওয়ে যা কিছু ঘটেছে, তাতে বেশ কিছু পরিবার তাঁদের স্বজন হারিয়েছে। আমার আন্তরিকভাবে মনে হয়, সেই কারণে ওদের জীবনে কোনও সংগীত নেই। ওভারের মাঝে ডিজের তাণ্ডব বন্ধ রাখা হোক।’ তিনি আরও বলেন, ‘খেলা শুরু করা হোক। সমর্থকদের গ্যালারিতে ঢুকতে দেওয়া হোক। কিন্তু শুধু ক্রিকেটটুকুই হোক। চিয়ারলিডার আর বাকি সব বন্ধ থাকুক। নিহতদের পরিবার, পরিজনদের অনুভুতিকে সম্মান জানানোর জন্য এটা খুব ভালো রাস্তা হবে।’

সাময়িক ভাবে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন গাভাসকর। তিনি বলেছেন, ‘সে সময় খেলার পরিবেশ, পরিস্থিতি ছিল না। এখন যেহেতু সংঘর্ষবিরতি রয়েছে, গোলাগুলি বন্ধ রয়েছে, তাই টুর্নামেন্ট শুরু করা যায়।’