T20 World Cup 2022: কোনও টিমই এই আগ্রাসী পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে চায় না, কে বলছেন এমন কথা?

ঘুরে দাঁড়ানো পাকিস্তানকে (Pakistan) কেউই প্রতিপক্ষ হিসেবে চায় না! ক্রিকেট ইতিহাস যদি খতিয়ে দেখা হয়, অতীতেও এমন ঘটনা অনেক বার দেখা গিয়েছে। গ্রুপ লিগে হারতে হারতে হঠাৎ ঘুরে দাঁড়ানো পাকিস্তান ট্রফি নিয়ে ফিরেছে দেশে।

T20 World Cup 2022: কোনও টিমই এই আগ্রাসী পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে চায় না, কে বলছেন এমন কথা?
T20 World Cup 2022: কোনও টিমই এই আগ্রাসী পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে চায় না, কে বলছেন এমন কথা?Image Credit source: PCB Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2022 | 1:11 PM

মেলবোর্ন: ঘুরে দাঁড়ানো পাকিস্তানকে (Pakistan) কেউই প্রতিপক্ষ হিসেবে চায় না! ক্রিকেট ইতিহাস যদি খতিয়ে দেখা হয়, অতীতেও এমন ঘটনা অনেক বার দেখা গিয়েছে। গ্রুপ লিগে হারতে হারতে হঠাৎ ঘুরে দাঁড়ানো পাকিস্তান ট্রফি নিয়ে ফিরেছে দেশে। সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠা পাকিস্তান অন্য রকম হয়। আগ্রাসী, বিপক্ষকে উড়িয়ে দেওয়ার জন্য মরিয়া। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022) তেমনই পাকিস্তানকে দেখা যেতে পারে। বাবর আজমের টিম গ্রুপ লিগের প্রতম ম্যাচেই হেরে গিয়েছিল ভারতের কাছে। পরের ম্যাচে জিম্বাবোয়ের কাছেও ফের হার। সেখান থেকে অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে এখন কাপ জেতার স্বপ্ন দেখছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামবে গ্রিন আর্মি। ছন্দে না থাকা বাবর আজম-মহম্মদ রিজওয়ান, নিজেকে মেলে ধরতে না পারা শাহিন শাহ আফ্রিদি, এ সব এখন অতীত। টিম হিসেবে সেই পুরনো আগ্রাসন তুলে ধরছে পাকিস্তান। জয়ের পর ড্রেসিংরুমের ছবি তুলে ধরল TV9Bangla

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছনোর পর টিমের মেন্টর ম্যাথু হেডেন ড্রেসিংরুমে জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। যা শুনে আরও তেতে গিয়েছেন বাবররা। কিউয়িদের বিরুদ্ধে পরের ম্যাচে যে আরও মরিয়া হয়ে মাঠে নামবে পাকিস্তান, সন্দেহ নেই। কী বলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হেডেন? প্রাক্তন ওপেনারের কথায়, ‘পাকিস্তান টিম ভয়ঙ্কর। এটা উপলব্ধী করার পাশাপাশি মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যে মুহূর্তে ক্রিকেটাররা আগ্রাসী হয়ে উঠবে, দাঁত দেখা শুরু করবে, আমরা অন্য টিমগুলোর কাছে ভয়ঙ্কর হয়ে উঠব। এই মুহূর্তে বিশ্বের কোনও টিম, এমনকি এই বিশ্বকাপের কোনও টিম পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চাইবে না।’

ভারতের কাছে হারের পর অনেকেই বাবরদের আর সেমিফাইনালে দেখতে পাননি। বরং বলা হচ্ছিল, গ্রুপ লিগ থেকেই ছুটি হয়ে যাবে পাকিস্তানের। তার মধ্যেই জিম্বাবোয়ের কাছে হেরে যায় টিম। প্রাক্তন পাক ক্রিকেটাররা তীব্র সমালোচনা শুরু করে দিয়েছিলেন। সেখান থেকে কিছু অঙ্ক মিলিয়ে, পর পর ম্যাচ জিতে সেমিতে পা দিয়েছেন বাবররা। যা মনে করিয়ে দিয়ে হেডেন বলছেন, ‘অন্য টিমগুলো ভাবতেই পারে, ওরা আমাদের এড়িয়ে গিয়েছে। কিন্তু এ বার তা যে সম্ভব নয়, সেটা ওরা বুঝতে পারবে। আমরা এ বার অনেক কিছুই বদলে দেব। গত বিশ্বকাপে পাকিস্তান দুরন্ত পারফর্ম করেছে। যে কারণে এ বারও পাক টিমকে আগের বারের সঙ্গে তুলনা করা হচ্ছিল। প্রত্যাশা আকাশছোঁয়া ছিল। আমরা সবাইকে চমকে দিয়ে সেমিতে উঠেছি।’

গ্রুপ লিগ যে পাকিস্তানের কাছে সহজ ছিল না, তা মেনে নিচ্ছেন হেডেন। তাঁর কথায়, ‘গ্রুপ পর্যায়টা আমাদের জন্য সহজ ছিল না। ডাচ টিম যদি অঘটন না ঘটাত, তা হলে সেমিফাইনালে পা দিতাম না আমরা। সব অঙ্ক মিলিয়ে আমরা এই জায়গায় পৌঁছে গিয়েছি। যারা আমাদের দেখতে চায়নি এই জায়গায়, তাদেরহ বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে নামব। চমকে দেওয়ার যে উপাদান টিমের মধ্যে রয়েছে, তা সামনে রেখেই এগিয়ে যাব আমরা।