Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Pakistan: ভারত-পাক ম্যাচের গুণগত মান কমেছে! সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ ওয়াকার ইউনিসের

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কয়েকদিন আগে জানিয়েছিলেন, ভারত-পাক ম্যাচের গুণগত মান কমেছে। আর এই মন্তব্যকে সামনে রেখেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ দেগেছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস (Waqar Younis)।

India vs Pakistan: ভারত-পাক ম্যাচের গুণগত মান কমেছে! সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ ওয়াকার ইউনিসের
India vs Pakistan: ভারত-পাক ম্যাচের গুণগত মান কমেছে! সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ ওয়াকার ইউনিসের
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 6:35 PM

করাচি: ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ হবে, আর ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা থাকবে না? তা-ও আবার হয় নাকি। ভারত ও পাকিস্তান মুখোমুখি হলেই উত্তেজনার পারদ তরতরিয়ে বাড়ে। বছরের পর বছর ধরে এমনটাই হয়ে আসছে। একবাক্যে সকলে স্বীকার করে নেন, ভারত-পাক ম্যাচের একটা আলাদাই হাইপ রয়েছে। চলতি বছরে পরপর ২টি টুর্নামেন্টে মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান। এশিয়া কাপের মঞ্চে ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এশিয়া কাপ শেষ হলে ওডিআই বিশ্বকাপে ফের লড়াই হবে দুই দলের। এরই মাঝে ২ দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে ঠোকাঠুকি লেগে গিয়েছে। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কয়েকদিন আগে জানিয়েছিলেন, ভারত-পাক ম্যাচের গুণগত মান কমেছে। আর এই মন্তব্যকে সামনে রেখেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ দেগেছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস (Waqar Younis)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ভারত-পাক দ্বৈরথ নিয়ে বলেছিলেন, ‘গত কয়েক বছর ধরে ভারত-পাকিস্তানের মধ্যে আর কোয়ালিটি ম্যাচ হয় না। বরং ভারত অধিকাংশ ম্যাচ একতরফা জিতেছে। পাকিস্তান সম্ভবত ভারতকে প্রথম বার দুবাইতে টি-২০ বিশ্বকাপে হারিয়েছে।’ সৌরভের এই মন্তব্য নিয়ে প্রাক্তন পাক জোরে বোলার ওয়াকার ইউনিসকে প্রশ্ন করা হয়েছিল। তাতে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। ২০২১ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ভারতের‌ বিরুদ্ধে যে ম্যাচটা জিতেছিল, ওটাও তো একপেশে ভাবে আমরাই জিতেছিলাম। আর আমরা যে ম্যাচটা হেরেছিলাম, তা খুব ক্লোজ ম্যাচ ছিল। তাই বলছি, কে কি বলল তাতে কিছু যায় আসে না।’

একইসঙ্গে প্রাক্তন পাক ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। ভারত বনাম পাকিস্তানের ম্যাচ সব সময়ই বড় ম্যাচ ছিল। এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’