Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Bangladesh: ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ, সামির বোলিং পার্টনার হর্ষিত রানা নন!

ICC Champions Trophy 2025: দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব ক্রিকেট ম্যাচেও পড়ে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এক তরফা সিরিজ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ফরম্যাটে।

India vs Bangladesh: ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ, সামির বোলিং পার্টনার হর্ষিত রানা নন!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Feb 17, 2025 | 11:13 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বুধবার। উদ্বোধনী ম্যাচে নামছে আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টের দ্বিতীয় দিন দুবাইতে ভারতের ম্যাচ। প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। একটা সময় অবধি ভারত-পাকিস্তান ম্যাচকেই শুধুমাত্র ক্লাসিকের মর্যাদা দেওয়া হত। ঠিক একই রকম না হলেও ভারত-বাংলাদেশ ক্রিকেটিয় লড়াই রোমাঞ্চকর হয়ে উঠেছে ক্রমশ। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব ক্রিকেট ম্যাচেও পড়ে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। গত বছর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। এক তরফা সিরিজ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ফরম্যাটে।

ভারতের স্কোয়াডে চোটের কারণে নেই জসপ্রীত বুমরা। বাংলাদেশ অবশ্য এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছে, বুমরাহীন ভারতকে হারানোর। তাদের প্রাক্তন ক্রিকেটাররাও মনে করছেন জসপ্রীত বুমরা না থাকায় এই টিমকে হারিয়ে দেবে বাংলাদেশ। ম্যাচে কী হবে, তা বৃহস্পতিবারের বিষয়। বুমরা না থাকায় মহম্মদ সামির সঙ্গে পেস বোলিংয়ে জুটি কে বাঁধবেন, ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনায় সেটাই।

বুমরার পরিবর্ত হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। সদ্য ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে হর্ষিতের। পারফরম্যান্সেও নজর কেড়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ভার্চুয়াল নকআউট টুর্নামেন্ট এবং স্নায়ুর চাপ সামলাতে আদতে কতটা তৈরি এই নিয়ে প্রশ্ন থাকেই। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য হর্ষিতের উপর ভরসা করেন। ফলে প্রাথমিক ভাবে বলা যায়, সামির সঙ্গে জুটি বাঁধবেন হর্ষিত। যদিও পরিস্থিতি অন্য কথা বলছে।

সামি ডান হাতি পেসার। হর্ষিতও। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়াও রয়েছেন। তিনিও ডানহাতি মিডিয়াম পেসার। বৈচিত্রের কারণেই হোক বা বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা, এগিয়ে বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। ওয়ান ডে ক্রিকেটে তিনিও খুব কম ম্যাচই খেলেছেন। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বুমরার সঙ্গে ছিলেন অর্শদীপ। দুর্দান্ত পারফর্ম করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম ম্যাচে সামির সঙ্গে অর্শদীপকে খেলানোর সম্ভাবনা বেশি।