KL Rahul: জামাই রাহুল নয়, কাকে সবচেয়ে ফিট ক্রিকেটার মনে করেন সুনীল শেট্টি?

Sunil Shetty: চলতি বছরের ২৩ জানুয়ারি বলিউড সুপারস্টার সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে হয়েছে ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলের। সুনীল শেট্টির খান্ডালার বাড়িতে ধুমধাম করে ভারতীয় ওপেনারের বিয়ে হয়েছিল।

KL Rahul: জামাই রাহুল নয়, কাকে সবচেয়ে ফিট ক্রিকেটার মনে করেন সুনীল শেট্টি?
KL Rahul: জামাই রাহুল নয়, কাকে সবচেয়ে ফিট ক্রিকেটার মনে করেন সুনীল শেট্টি?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: ষাটোর্ধ্ব বলিউড সুপারস্টার সুনীল শেট্টির (Sunil Shetty) ফিটনেস নিয়ে কোনও কথা হবে না। ৬১ বছর বয়সেও তিনি নিজেকে যে ভাবে ফিট রেখেছেন, তা অনেকের কাছেই অবাক করার মতো। মাঝে মাঝে সুনীল শেট্টি নিজের সোশ্যাল মিডিয়ায় ফিটনেস রুটিন বা সুস্থ লাইফস্টাইলের ঝলক তুলে ধরেন। এখন তাঁর পরিবারের সদস্য ভারতীয় ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। চলতি বছরের ২৩ জানুয়ারি সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টির সঙ্গে গাঁটছড়া বাঁধেন কেএল রাহুল। জামাই ক্রিকেটার হওয়ায় তাঁর ফিটনেস ট্রেনিংও কাছ থেকে দেখেছেন সুনীল শেট্টি। বতর্মানে চোট সারিয়ে ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কেএল। এরই মাঝে তাঁর শ্বশুর সুনীল শেট্টি বেছে নিলেন তাঁর চোখে সবচেয়ে ফিট ক্রিকেটারকে। তিনি লোকেশ রাহুল নন। জামাই বলে কোনও দেখনদারি করলেন না সুনীল শেট্টি। তা হলে তাঁর চোখে ‘ফিটেস্ট’ ক্রিকেটার কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

দীর্ঘদিন ২২ গজের বাইরে লোকেশ রাহুল। চলতি বছরের আইপিএলের সময় থাই মাসেলে চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। এরপর তাঁর অস্ত্রোপচার হয়। সেখান থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি নেটে ব্যাটিং অনুশীলন করা শুরু করেছেন রাহুল। যার ফলে আসন্ন এশিয়া কাপে তাঁর জাতীয় দলে ফেরা নিয়ে চর্চা শুরু হয়েছে। লোকেশ রাহুল মাঝে মাঝেই নিজের হেলথ আপডেটের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এরই মাঝে তাঁর শ্বশুর, বলিউড তারকা সুনীল শেট্টি এক সাক্ষাৎকারে জানান, তাঁর মতে সবচেয়ে ফিট ক্রিকেটার কে। তিনি কিন্তু লোকেশ রাহুল নন।

সুনীল শেট্টি জানান, তিনি তাঁর ছেলে আহান ও জামাই রাহুলের সঙ্গে অনুশীলন করেছেন। তাতে তিনি বুঝতে পেরেছেন অ্যাথলিটদের অনুশীলনের মাত্রা আলাদা হয়। সুনীলের মতে, অভিনেতারা ট্রেনিং করেন তাঁদের বডি আরও সুন্দর করে তোলার জন্য। আর অ্যাথলিটদের অনুশীলন আলাদাই হয়। তাঁদের ফিটনেসও থাকে অন্য মাত্রার।

লোকেশ রাহুলকে সবচেয়ে ফিট ক্রিকেটার মনে করেন না সুনীল শেট্টি। তাঁর মতে সবচেয়ে ফিট ক্রিকেটার হলেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘রাহুলের থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি জানি অ্যাথলিটরা কী খায়। আমি রাহুলের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। ও কীভাবে নিজেকে এনার্জেটিক রাখে সেই নিয়েও কথা হয়। একটা টেস্ট ম্যাচের পর কিংবা ৫ ম্যাচের ওডিআই বা টি-২০ ম্যাচের পর কীভাবে এনার্জি বাড়ায়। অনেক কিছুই জানতে পেরেছি।’