Team India: ব্যাটের স্পনসরশিপ থেকে কত আয় হয় বিরাট-রোহিতদের? জানলে চোখ উঠবে কপালে

দেশ-বিদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটের স্পনসরশিপ থেকে সবচেয়ে বেশি টাকা পাওয়া ক্রিকেটার সচিন তেন্ডুলকর নন। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাও নন। তা হলে কোন ক্রিকেটার ব্যাটের স্পনসরশিপ থেকে সবচেয়ে বেশি টাকা পান?

Team India: ব্যাটের স্পনসরশিপ থেকে কত আয় হয় বিরাট-রোহিতদের? জানলে চোখ উঠবে কপালে
ব্যাটের স্পনসরশিপ থেকে কত আয় হয় বিরাট-রোহিতদের? জানলে চোখ উঠবে কপালে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 20, 2023 | 8:30 AM

নয়াদিল্লি: ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বিশ্ব ক্রিকেটে নিজের ছাপ রেখে গিয়েছেন। সে ১০০টি আন্তর্জাতিক শতরান করার মাধ্যমেই হোক বা আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজার রান করার মধ্য দিয়ে। যে ব্যাট দিয়ে সচিনের ব্যাটে একের পর চোখ ধাঁধানো ইনিংস এসেছে তা তো বহুমূল্য হওয়ারই কথা। MRF এর সঙ্গে সচিনের ব্যাটের স্পনসরশিপের বার্ষিক চুক্তি রয়েছে ৮ কোটির। তবে দেশ-বিদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটের স্পনসরশিপ থেকে সবচেয়ে বেশি টাকা পাওয়া ক্রিকেটার সচিন নন। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাও নন। তা হলে কোন ক্রিকেটার ব্যাটের স্পনসরশিপ থেকে সবচেয়ে বেশি টাকা পান? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ব্যাট হাতে ছক্কা হাঁকাতে পারদর্শী মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ব্যাট নিয়ে ক্রিকেটাররা ভীষণ খুঁতখুতে হয়। দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটের পছন্দ ভিন্ন। অনেক ক্রিকেটারের একাধিক ব্যাটও রয়েছে। এই ব্যাটের গায়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন স্পনসরশিপের স্টিকার। এই স্পনসরশিপের পিছনে থাকে বেশ ভালো পরিমাণ অর্থের গল্প। দেশ-বিদেশের ক্রিকেটারদের মধ্যে ব্যাটের স্পনসরশিপ থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন বিরাট কোহলি।

সবচেয়ে বেশি মূল্যের ব্যাট স্পনসরশিপ পাওয়া ব্যাটারদের তালিকা

এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি – ১২.৫ কোটি টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা – ৪ কোটি টাকা

তিন নম্বরে রয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার – ৩.৩ কোটি টাকা

এই তালিকায় চার নম্বরে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ – ২.৪৫ কোটি টাকা

পাঁচ নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি – ২.২ কোটি টাকা

এই তালিকায় ধোনির পর, ছয় নম্বরে রয়েছেন ঋষভ পন্থ – ২ কোটি টাকা

সাত নম্বরে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট – ১.৮ কোটি টাকা

আট নম্বরে রয়েছেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন – ১.৬৪ কোটি টাকা

প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই তালিকায় নয় নম্বরে রয়েছেন – ১.৩৯ কোটি টাকা

১০ নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম – ১.১৪ কোটি টাকা