Team India: সচিন-ধোনি-বিরাট নন, ভারতে প্রথম অডি গাড়ি এসেছিল কোন ক্রিকেটারের হাত ধরে?
Audi: ভারতীয় বাজারে অডি ব্র্যান্ডের প্রবেশ ২০০৪ সালে। সেই তখন থেকে একাধিক ভারতীয় ক্রিকেটার অডি গাড়ির মালিক। কোন ভারতীয় ক্রিকেটারের হাত ধরে ভারতে প্রথম অডি গাড়ি এসেছিল জানেন?

নয়াদিল্লি: একাধিক ক্রীড়াবিদদের বিশেষ পছন্দের গাড়ি অডি (Audi)। এই গাড়ির একটা আলাদা সৌন্দর্য রয়েছে। এই জার্মানি লাক্সারি গাড়ি ক্রিকেটার থেকে শুরু করে সিনে দুনিয়ার তারকা, রাজনীতিবিদ, বিজনেসম্যানদের বিরাট পছন্দের। ভারতীয় বাজারে অডি গাড়ির প্রবেশ ২০০৪ সালে। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) অডি গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও। কিন্তু জানলে অবাক হবেন, ভারতে প্রথম অডি গাড়ির মালিক সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলি ছিলেন না। ৮৩-র বিশ্বকাপজয়ী দলের এক সদস্য ছিলেন ভারতে প্রথম অডি গাড়ির মালিক। কে তিনি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতে প্রথম অডি গাড়ি এসেছিল কোন ক্রিকেটারের হাত ধরে?
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী ছিলেন সেই ব্যক্তি। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় ক্রিকেট সিরিজের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল। যা বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেট নামেও পরিচিত। এই টুর্নামেন্টে সে বার মোট ৭টি দল অংশ নিয়েছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করেছিলেন রবি শাস্ত্রী। যে কারণে তিনি ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছিলেন। আর সেই সময় রবি শাস্ত্রীকে টুর্নামেন্টের সেরার পুরস্কার হিসেবে একটি নতুন অডি হান্ড্রেড (Audi 100) গাড়ি দেওয়া হয়। তিনি এই গাড়িটি পুরস্কার হিসেবে পাওয়ার পরই কপিল দেব থেকে শুরু করে তাঁর সেই সময়কার সতীর্থরা গাড়িটিতে একটি রাইড নেওয়ার জন্য উঠে পড়েন।
রবি শাস্ত্রীর সেই অডি ১০০ গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর MFA1। এবং তাঁর সেই গাড়িটি এখনও রয়েছে। পরবর্তীতে রবি শাস্ত্রী জানান, তাঁর বাবার অনুমতি ছাড়া তিনি সেই গাড়িটি চালাতেও পারেন না। মজার বিষয় হল, সেই টুর্নামেন্টের ফাইনালে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। শাস্ত্রী জানান, ফাইনালে এক সময় ভারতের জয়ের জন্য ১৫-২০ রান দরকার ছিল। তিনি তখন ব্যাটিং করছিলেন। তখন মিয়াঁদাদ তাঁকে বলেন, ‘তুমি বারবার গাড়ির দিকে তাকাচ্ছ কেন? ওটা তোমার কাছে যাবে না। আমি নিয়ে যাব।’ সেই সময় শাস্ত্রী তাঁকে শুধু বলেছিলেন, ‘দেখা যাক’। তার পরের গল্প সকলেরই জানা।





