ঢাকা: বাংলাদেশের (Bangladesh) মহিলা ক্রিকেট দলে ওমিক্রনের (Omicron) থাবা। করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনে সংক্রমিত বাংলাদেশ মহিলা দলের ২ ক্রিকেটার। সম্প্রতি জিম্বাবোয়ে (Zimbabwe) সফর থেকে দেশে ফিরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (Zahid Maleque) বলেন, ‘সংক্রমিত ২ ক্রিকেটারকেই হোটেলে কোয়ারান্টিনে রাখা হয়েছে। তবে শারীরিক ভাবে তারা সুস্থই আছে।’ কোন দুই ক্রিকেটার ওমিক্রনে সংক্রমিত হয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। তবে একজন ২১ বছরের ক্রিকেটার আর একজন ৩০ বছরের ক্রিকেটার ওমিক্রনে সংক্রমিত হয়েছেন বলে খবর।
ভারতে ওমিক্রন হানা দিলেও বাংলাদেশে এই প্রথম কেউ ওমিক্রনে সংক্রমিত হলেন। দুই ক্রিকেটারের সংস্পর্শে আসা প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে কারও রিপোর্ট পজিটিভ আসেনি। জিম্বাবোয়ে সফরে যেহেতু পুরো দল কোয়ারান্টিনে ছিল, তাই আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই মনে করছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। গত ১ ডিসেম্বর জিম্বাবোয়ে সফর থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৬ ডিসেম্বর প্রত্যেক ক্রিকেটারের কোভিড টেস্ট করানো হয়। এরপরই ২ ক্রিকেটারের নমুনা পজিটিভ আসে। অক্টোবরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য জিম্বাবোয়েতে খেলতে যায় বাংলাদেশ। এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা সংক্রমিতের সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার। মৃত্যু হয়েছে ২৮ হাজার ২২ জনের।
আরও পড়ুন: IPL 2022: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজির জন্য থমকে লখনউয়ের সরকারি ঘোষণা