IND vs ENG: দীর্ঘ ফরম্যাটে ফর্মে নেই টিম, ওয়ান ডে সিরিজে আগে শুভমন বলছেন…
India vs England ODI Series: চ্য়াম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ফরম্যাটে। তার আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ। যদিও দীর্ঘ ফরম্যাটে টিমের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে হতাশার। তেমনই কয়েক জনের ব্যক্তিগত পারফরম্যান্সও চিন্তায় রেখেছে। কী বলছেন ভাইস ক্য়াপ্টেন?

সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। কিন্তু তার আগেটা ছিল হতাশার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে হার। টি-টোয়েন্টিত বিধ্বংসী ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু দীর্ঘ ফরম্যাটে হতাশা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকে মাত্র তিনটি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় দল। চ্য়াম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের ফরম্যাটে। তার আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ। যদিও দীর্ঘ ফরম্যাটে টিমের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে হতাশার। তেমনই কয়েক জনের ব্যক্তিগত পারফরম্যান্সও চিন্তায় রেখেছে। কী বলছেন ভাইস ক্য়াপ্টেন?
ভারত শেষ ওয়ান ডে সিরিজ খেলেছে গত বছর। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারতীয় দল। জাতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট। একটি ম্য়াচ টাই হয়েছিল। বাকি দু-ম্যাচে হার। দীর্ঘ ২৭ বছরের ব্যবধানে শ্রীলঙ্কার কাছে ওয়ান ডে সিরিজ হার। বর্ডার-গাভাসকর ট্রফির প্রভাব এই সিরিজে পড়বে না বা একটা সিরিজ দিয়ে টিমের ফর্ম বিচার করা উচিত নয়, এমনটাই মনে করেন শুভমন গিল।
বৃহস্পতিবার শুরু ভারত-ইংল্য়ান্ড ওয়ান ডে সিরিজ। তার আগে এ দিন সাংবাদিক সম্মেলনে ছিলেন শুভমন গিল। রোহিতের ডেপুটি বলছেন, ‘একটা সিরিজ দিয়ে কখনও টিমের ফর্ম বিচার করা উচিত নয়। অনেক প্লেয়ারই রয়েছেন যাঁরা দীর্ঘ সময় ধরে ভালো পারফর্ম করেছেন, টিমকে অনেক সিরিজ জিতিয়েছেন। এটা ঠিক, অস্ট্রেলিয়ায় আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। এরপরও বলব, ভালো কিছু পারফরম্যান্স রয়েছে। আমাদের দুর্ভাগ্য সিডনি টেস্টের শেষদিকে বুমরাকে পাওয়া যায়নি। আমরা কিন্তু ম্যাচটা জিতে সিরিজ ড্র করতে পারতাম।’
শুভমন আরও যোগ করেন, ‘একটা ম্যাচ কিংবা দিন আমাদের যোগ্যতা বিচার করে না। অস্ট্রেলিয়ার মাটিতে আগের দু-বারই জিতেছি আমরা। একটা বিশ্বকাপের ফাইনালে উঠেছি, একটা বিশ্বকাপ জিতেছি। সব কিছুই মাথায় রাখতে হবে।’





