
সদ্য ইংল্যান্ড সফর থেকে ফিরেছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ড্র। এই সফরের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুভমন গিলকে টেস্ট ক্যাপ্টেন করা হয়েছে এই সিরিজ থেকেই। ভাইস ক্যাপ্টেন্সি দেওয়া হয় ঋষভ পন্থকে। ক্যাপ্টেন শুভমন গিল ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই সিরিজে। পাঁচ ম্যাচে সাড়ে সাতশোর উপর রান। শুভমন গিলও দুর্দান্ত পারফর্ম করেন। তৃতীয় ম্যাচে হাতে চোট পেয়েছিলেন। কিপিং না করলেও শুধুমাত্র ব্যাটিং করেছিলেন। চতুর্থ ম্যাচে পায়ে গুরুতর চোট পান। এ বার ভাঙা পায়ে নিজের কেরামতির ভিডিয়ো প্রকাশ্যে আনলেন ঋষভ পন্থ।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ে চোট পাওয়ার পর ব্যাটিংয়ে নামার কথা ছিল না ঋষভ পন্থের। কিন্তু অবাক সিদ্ধান্ত নিয়েছিলেন। চোট নিয়েই নেমেছিলেন ঋষভ। হাফসেঞ্চুরিও পার করেছিলেন। সিরিজের শেষ ম্যাচে আর খেলা হয়নি। তেমনই প্রত্যাশিত ছিল। ঠিক কবে মাঠে ফিরতে পারবেন পন্থ, নিশ্চয়তা নেই। মাসখানেকও লাগতে পারে। তবে রিহ্যাব পর্ব একেবারেই বোরিং করতে রাজী নন পন্থ। তেমনই একটা ভিডিয়ো ছেড়েছেন পন্থ।
ভারতের টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন পিৎজা বানাতে ব্যস্ত। একদম পাকা শেফ হয়ে উঠেছেন। মজার ভিডিয়ো পোস্ট করে পন্থ লিখেছেন, ‘বাড়িতে তো কিছু করি না, এখানে পিৎজা বানাচ্ছি।’ সঙ্গে ইতালিয়ান ভাষায় লেখা। তবে মানসিক ভাবে যে তরতাজা রয়েছেন ঋষভ, সেটাই যেন বোঝাতে চেয়েছেন। হয়তো মাসখানেক পর প্রস্তুতিও শুরু করতে দেখা যাবে! কিংবা তার আগেই।
Impasto, salsa, forno… and me. 🍕#RP17 pic.twitter.com/u1mf1FyvYa
— Rishabh Pant (@RishabhPant17) August 13, 2025