Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ‘তুই পাগল নাকি!’ এশিয়া কাপের ফাইনালের আগে হঠাৎ শুভমনকে কেন এমন বললেন রোহিত?

পরের মাসে ভারতের মাটিতে বিশ্বকাপ। দুই দলই চাইবে এশিয়া কাপ (Asia Cup 2023) জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। কলম্বো সেজে উঠেছে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালের জন্য। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে রয়েছেন ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Shubman Gill)।

Rohit Sharma: 'তুই পাগল নাকি!' এশিয়া কাপের ফাইনালের আগে হঠাৎ শুভমনকে কেন এমন বললেন রোহিত?
'তুই পাগল নাকি!' এশিয়া কাপের ফাইনালের আগে হঠাৎ শুভমনকে কেন এমন বললেন রোহিত?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2023 | 1:43 PM

কলম্বো: আর কিছুক্ষণ পর শুরু হবে এশিয়া সেরার শেষ লড়াই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নামবে গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং রোহিত শর্মার ভারত। পরের মাসে ভারতের মাটিতে বিশ্বকাপ। দুই দলই চাইবে এশিয়া কাপ (Asia Cup 2023) জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে। কলম্বো সেজে উঠেছে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালের জন্য। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল। যেখানে রয়েছেন ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Shubman Gill)। ভাইরাল হওয়ার ভিডিয়োতে শোনা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর সতীর্থ শুভমনকে বলছেন, ‘আমার দ্বারা হবে না, তুই পাগল নাকি!’ এই ভিডিয়ো দেখে নেটিজ়েনরা বোঝার চেষ্টা করেছেন তাঁদের মধ্যে কী কথাবার্তা হতে পারে। আপাতত নেটদুনিয়ায় ওই ভিডিয়োতে মজার মজার কমেন্ট করছেন সকলে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় রোহিত ও শুভমনের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে তাঁরা দু’জন একটি লিফটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। রোহিতের পরনে টিমের প্র্যাক্টিস জার্সি। আর শুভমন কালো রংয়ের ক্যাজুয়াল টি-শার্ট পরেছিলেন। ওই ভিডিয়োর কমেন্ট সেকশন হাসির মন্তব্যে উপচে পড়েছে। একজন লিখেছেন, ‘শুভমন গিল হয়তো রোহিত শর্মাকে তাঁর ডায়েট ফলো করতে বলেছেন।’

অপর এক জনের কমেন্ট, ‘শুভমন – কাল তুমি বড়াপাও না খেয়ে ম্যাচ খেলবে। রোহিত – আমি পারব না, তুই কি পাগল?’

X এ আর একজন লেখেন, ‘গিল হয়তো রোহিতকে রিল বানাতে বলেছেন।’