T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান

আবু ধাবিতে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল গ্রিন আর্মি।

T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান
T20 World Cup 2021: নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাবর আজমের পাকিস্তান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2021 | 11:42 PM

পাকিস্তান ১৮৯-২ (২০ ওভার) নামিবিয়া ১৪৪-৫ (২০ ওভার) ৪৫ রানে জয়ী পাকিস্তান

আবু ধাবি: চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) আবু ধাবিতে আজ গেরহার্ড এরাসমাসের নামিবিয়াকে (Namibia) ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিক পাঁকা করে ফেলল বাবর আজমের পাকিস্তান (Pakistan)। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাক নেতা। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিংয়ে জুটিতে ভর করে পাকিস্তান দুরন্ত জায়গায় পৌঁছয়। শেষ পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। ১৯০ রানে বড় টার্গেট সামনে ছিল নামিবিয়ার। বাবরদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও, ঈগলসরা পাকিস্তানের বিজয়রথ থামাতে পারল না। সুপার-১২ (Super 12)-এ এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলে ৪টিতেই জিতেছে পাকিস্তান। আর তার ফলে প্রাপ্তি বিশ্বকাপের শেষ চারের টিকিট। সত্যিই এ বারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন বাবররা। আর প্রথম দল হিসেবে সেমিতেও পৌঁছে গেল গ্রিন আর্মি।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন বাবর আজম। শুরুটা পাক ওপেনিং জুটি ধীর গতিতে করলেও ১০ ওভারের পর থেকে বড় শট মারতে থাকেন বাবর-রিজওয়ানরা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আজকের ম্যাচ নিয়ে বাবর-রিজওয়ান জুটিতে পঞ্চম পার্টনারশিপ সেঞ্চুরি করলেন। দুই ওপেনার স্কোরবোর্ডে ১১৩ রান তোলার পর প্রথম ধাক্কা খায় পাকিস্তান। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ডেভিড উইজি তুলে নেন বাবরের উইকেট। ৪৯ বলে ৭০ রানের দুরন্ত ইনিংসের পর মাঠ ছাড়েন তিনি। তিন নম্বরে নামা ফকর জামান ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি। ৫ বলে ৫ রান করে জ্যান ফ্র্যাইলিঙ্কের শিকার হন জামান। চার নম্বরে নামেন মহম্মদ হাফিজ। রিজওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হাফিজ। এই জুটিতে ২৬ বলে ৬৭ রান তোলে। বাবর ফেরার পর আরও আক্রমণাত্মক খেলতে শুরু করেন রিজওয়ান। একটা সময় ২৫ বলে ১৬ রান করা রিজওয়ান শেষ পর্যন্ত ৫০ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর সঙ্গে ১৬ বলে ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মহম্মদ হাফিজ।

১৯০ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারের শুরুতেই এক উইকেট হারালেও ভালোই এগোচ্ছিল নামিবিয়া। কিন্তু পাক-বোলাররা তৈরি ছিলেন তাঁদের অস্ত্র নিয়ে। পাকিস্তান তাদের ইনিংসের দশম ওভারে কোনও উইকেট না হারিয়ে তুলেছিল ৫৯ রান, সেখানে দশম ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের থেকে বেশি রান তোলে নামিবিয়া (৭০)। সত্যি বলতে গেলে এরাসমাসরা আজ বাবরদের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করেছিলেন। কিন্তু এই পাকিস্তান ব্যাটিং-বোলিং সব বিভাগেই অনেকখানি এগিয়ে। ফলে ম্যাচ জেতা হল না ঈগলসদের। শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ হাফিজ ছাড়া বাকি বোলাররা আজ একটি করে উইকেট পেয়েছেন।

ব্যাটে বলে এই পাকিস্তান টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর অন্যতম দাবিদার ছিল। আজ সেটাই করে দেখাল বাবররা। সেমিতে রিজওয়ানদের জায়গা পাকা, কিন্তু রবিবার পাকিস্তান সুপার-১২-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। সেই ম্যাচেও জিতলে ১০ পয়েন্ট নিয়ে শেষ চারের লড়াইয়ে নামবে বাবররা।