T20 World Cup: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে পা পাকিস্তানের

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পর্বে পাকিস্তানের (Pakistan) পরবর্তী ম্যাচ শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে রবিবার নিউজিল্যান্ড নামবে ভারতের বিরুদ্ধে।

T20 World Cup: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে পা পাকিস্তানের
ব্যাটে আসিফ, বলে রাউফ। পাকিস্তানের জয়ের দুই নায়ক। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 11:26 PM

শারজা: টানটান ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) ৫ উইকেটে হারাল টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দিকে এক পা বাড়িয়ে দিল বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan)। ভারতের বিরুদ্ধে তরুণরা দাপট দেখিয়েছিলেন। কিউইদের বিরুদ্ধে তরুণদের সঙ্গে দলের জয়ের রাস্তা তৈরি করলেন অভিজ্ঞ শোয়েব মালিক (Shoaib Malik)। পরপর দুটি ম্যাচ জিতে এখন গ্রুপের শীর্ষে পাকিস্তান।

বিশ্বকাপ শুরুর আগে অনেক প্রাক্তন পাক ক্রিকেটার বলেছিলেন, এবারের বিশ্বকাপে তাঁরা নিউজিল্যান্ড ছেড়ে কথা বলবেন না। কারণ একটাই, কিউইরা পাকিস্তানে সিরিজ না খেলে দেশে ফিরেছিলেন নিরাপত্তার কারণ দেখিয়ে। এতে বিশ্ব ক্রিকেটে মুখ পুড়েছিল রামিজ রাজাদের। পাশাপাশি বড় আর্থিক ক্ষতির মুখেও পরতে হয় তাদের। নিউজিল্যান্ডের পথে পা বাড়িয়ে ইংল্যান্ডও জানিয়ে দেয় তারাও পাকিস্তানে খেলতে যাবে না। তাই রাগটা যে একটু বেশই ছিল। তবে মনের রাগ শরীরী ভাষায় প্রকাশ পায়নি। পেয়েছে ব্যাট ও বলের লড়াইয়ে। পাকিস্তানকে চাপে ফেলে নিউজিল্যান্ড যখন ম্যাচ বের করে নিতে চাইল, তখনই পাল্টা মার পাকিস্তানের।

ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচের মতই টস ভাগ্য কথা বললে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের হয়ে। শিশির বিশ্বকাপে কত বড় ফ্যাক্টর হতে পারে তা প্রথম ম্যাচেই বুঝে গেছেন বাবর। তাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে কোনও ভুল করেননি পাক অধিনায়ক। প্রশ্ন ছিল ভারতের বিরুদ্ধে দুরন্ত জয়ের ছায়া থেকে কতটা বেড়িয়ে আসতে পরেছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা। উত্তরটা দিতে বেশি সময় নেননি শাহিন আফ্রিদিরা। প্রথম ওভার থেকেই অধিনায়কের বার্তাটা গোটা দুনিয়েকা দিয়ে দিলেন তারা। শুধু ভারতকে হারাতে নয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতেই মাঠে নেমেছেন তাঁরা। পদে পদে ধাক্কা খেল নিউজিল্যান্ড। কুড়ি বিশের লড়াইয়ে হাত খোলার সুযোগটাই পেলেন না তাঁরা।

পাকিস্তানের বোলিং বুঝে ওঠার আগেই ধস নেমেছে কিউই ইনিংসে। পার্টনারশিপও গড়ে তোলা হল না। বোলিংয়ের পাশাপাশি পাকিস্তানের ফিল্ডিংয়ের প্রসংশাও করতেই হয়। একটার পর একটা ক্যাচ ধরা হোক বা সঠিক নিশানায় উইকেট উড়িয়ে উইলিয়ামসনকে প্যাভেলিয়ানে ফেরত পাঠানো। সব দিকেই সুপার হিট। ২০ ওভারে মাত্র ১৩৪ রান নিউজিল্যান্ডের। ৪ উইকেট নিয়ে এদিন পাকিস্তানের বোলিংয়ের রাজা হ্যারিস রউফ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল পাকিস্তান। কিন্তু মাঝেও ওভারে হোঁচট খাওয়া শুরু। এক সময় যে ম্যাচটা জেতা সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছিল সেটাই কঠিন করলেন পাক ব্যাটাররা। চাপে পরলে পাকিস্তান ব্যাটিং কমেন ফল করতে পারে। তারই পরীক্ষা ছিল আজ। অভিজ্ঞ শোয়েব মালিক ও তরুণ আসিফ আলির ব্যাটে ভর করে সেই পরীক্ষায় পাস পাকিস্তান। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হ্যারিস রউফ। পরপর দুটি ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে পা বাড়িয়ে দিলেন বাবর আজমরা। দুই বড় দলের বিরুদ্ধে জয়ের পর এবার গ্রুপের তথাকথিত ছোট দলের বিরুদ্ধে খেলা। সেই ম্যাচ জিতলে হাসতে হাসেতই শেষ চারে পৌঁছে যাবেন শাহিন আফ্রিদিরা। গ্রুপ পর্বে পাকিস্তানের পরবর্তী ম্যাচ শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে। অন্যদিকে রবিবার নিউজিল্যান্ড নামবে ভারতের বিরুদ্ধে।

আরও পড়ুন: T20 World Cup: হার্দিককে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারত