T20 World Cup 2021: পাকিস্তান বোলারদের প্রশংসায় উইলিয়ামসন

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 27, 2021 | 4:07 PM

প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে, দ্বিতীয় ম্যাচে কিউয়িদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। ম্যাচের শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) মুখে শোনা গেল পাক বোলারদের প্রশংসা।

T20 World Cup 2021: পাকিস্তান বোলারদের প্রশংসায় উইলিয়ামসন
T20 World Cup 2021: পাকিস্তান বোলারদের প্রশংসায় উইলিয়ামসন (ছবি-টুইটার)

Follow Us

শারজা: এই পাকিস্তানকে (Pakistan) থামানোই যাচ্ছে না। প্রথমে ভারত (India) তার পর নিউজিল্যান্ড (New Zealand)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার-১২ (Super 12) এর পর পর দুটি ম্যাচে দাপটের সঙ্গে জয় বাবর আজমের দলের। মঙ্গলবার কিউয়িদের ৫ উইকেটে হারায় পাকিস্তান। ম্যাচের শেষে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের (Kane Williamson) মুখে শোনা গেল পাক বোলারদের প্রশংসা।

শারজায় পাকিস্তান-নিউজিল্যান্ডের (Pakistan vs New Zealand) সাক্ষাৎে ২২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের ভিতটা মূলত গড়ে দেন পাক পেসার হ্যারিস রউফ। আগে ব্যাটিং করে ১৩৪ রানে আটকে যায় কিউয়িরা। ১৩৫ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ম্যাচের শেষে কিউয়ি নেতা উইলিয়ামসন বলেন, “দুর্ভাগ্যবশত আজ আমাদের দিন ছিল না এবং যদি আমরা বিপক্ষের দিকে তাকাই তা হলে দেখতে পাব ডেথ ওভারে ওরা কতটা দুর্দান্ত ছিল, আমাদের বল পাঠানোর কোনও সময়ই দেয়নি। ওরা সত্যিকার অর্থেই সর্বোচ্চ শ্রেনির এবং তাদের দেখে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া প্রয়োজন।”

পাকিস্তানের বোলারদের রীতিমতো প্রশংসা করেন কিউয়ি নেতা। ৪ উইকেট নেওয়া হ্যারিস রউফেরও বিশেষ প্রশংসা করেন উইলিয়ামসন। তিনি বলেন, “তাদের বোলাররা আজ আমাদের বিরুদ্ধে অসাধারণ ছিল, প্রথম ম্যাচেও (ভারতের বিরুদ্ধে) তারা দুরন্ত ছিল। যেটা এই মুহূর্তেও মনে পড়ছে। পাকিস্তানের হয়ে তারা অনবদ্য পারফর্ম করছে।”

শারজার উইকেটে রান তোলাটা কঠিন মনে করছেন উইলিয়ামসন। কিন্তু দলের পারফরম্যান্স নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর। তিনি বলেন, “ছেলেরা সত্যি বলতে কী প্রচুর ভালো প্রতিযোগিতা করেছিল এবং আমি বলব অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যখন এই ধরণের উইকেটে কম রান ওঠে, যেমনটা আজ রাতে আমরা খেললাম, তখন সেই ম্যাচে যে কোনও কিছু হতে পারে। দুর্ভাগ্যবশত আমরা উইকেট পড়তে কিছুটা ভুল করেছি।”

আগামী রবিবার ভারতের মুখে নামবেন উইলিয়ামসনরা। দুই দলই পাকিস্তানের কাছে হেরেছে। ফলে ৩১ অক্টোবরের ম্যাচে কারা ২ পয়েন্ট তুলে নিয়ে টুর্নামেন্টে ফেরে সেদিকে বিশেষ নজর থাকবে সকলেরই। এরই মধ্যে কিউয়ি শিবিরে এক খানা বড় সড় ধাক্কাও পেশির চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন।

আরও পড়ুন: England vs Bangladesh Live Score, T20 World Cup 2021: দুই ওপেনারের পর সাকিবও সাজঘরে, শুরুতেই চাপে বাংলাদেশ

আরও পড়ুন: T20 World Cup: নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দিকে পা পাকিস্তানের

Next Article