Pakistan Cricket Team: হায়দরাবাদে পেটপুজো করতে বেরিয়ে পড়লেন বাবর-শাহিনরা
ICC World Cup: বিশ্বকাপের জন্য গ্রিন আর্মি ভারতে পা রাখতেই, নিজামের শহর বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। ২০১৬ সালের পর ভারতে খেলতে এল পাকিস্তান। হায়দরাবাদে বাবররা যেদিন এলেন বিমানবন্দরে তাঁদের দেখার জন্য ভিড় উপচে পড়েছিল।
হায়দরাবাদ: নিজামের শহরে থাকলে পেটপুজো তো হবেই হবে! বিয়িরানির শহর হায়দরাবাদ। ভারতে বিশ্বকাপ (ICC World Cup) খেলতে এসে আপাতত হায়দরাবাদে রয়েছেন বাবর আজমরা। তাই হায়দরাবাদে থাকলে সেখানকার বিখ্যাত সব খাবার খেয়ে দেখবেন না বাবর-শাহিনরা, তাও আবার হয় নাকি! ২০১৬ সালে শেষ বার ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। তারপর আর ভারতে খেলতে আসেনি পাক টিম। এ বার বিশ্বকাপের আগে ভারতে হাজির পাকিস্তান ক্রিকেট টিম (Pakistan Cricket Team)। ২৯ সেপ্টেম্বর বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ খেলেছেন বাবর আজমরা। পরবর্তী ওয়ার্ম আপ ম্যাচ ৩ অক্টোবর। এই সময়টা নিজেদের মতো অনুশীলন করছেন বাবররা। তারই মাঝে এ বার হায়দরাবাদে পেটপুজো করতে বেরিয়ে পড়লেন বাবর-শাহিনরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হায়দরাবাদের জনপ্রিয় রেস্তোরাঁ ‘Jewel of Nizam – The Minar’ এ ডিনার করতে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। সেই ভিডিয়ো পিসিবির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইট X (যা টুইটার বলে অতীতে পরিচিত ছিল) শেয়ার করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, টিম হোটেল থেকে বাসে করে বাবার-রিজওয়ান-শাহিদ-শাদাবরা পৌঁছে যান হায়দরাবাদের জনপ্রিয় হোটেলে। সেখানকার সেরা খাবার খাওয়ার পর পাক ক্রিকেটাররা ফ্যানেদের সঙ্গে সেলফিও তোলেন। বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছিল পাকিস্তানের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের।
🎥 Hangout in Hyderabad: Glimpses from the Pakistan team dinner 🍽️#CWC23 pic.twitter.com/R2mB9rQurN
— Pakistan Cricket (@TheRealPCB) September 30, 2023
উল্লেখ্য, ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করবে পাকিস্তান। তার আগে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিন দুয়েক আগে খেলেছেন বাবররা। সেই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মহম্মদ রিজওয়ান। পাক অধিনায়ক বাবর আজম করেছিলেন ৮০ রান। সাউদ শাকিল কিউয়িদের বিরুদ্ধে করেন ৭৫ রান। অবশ্য সেই ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। এরপর পাকিস্তানের দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে ৩ অক্টোবর। সেই ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।