Pakistan Cricket : এশিয়া কাপে ব্রাত্য, পাক বোর্ডের উপর ক্ষোভ আছড়ে পড়ল পেসারের

এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পাননি। অন্যভাবে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটালেন পাকিস্তানের তরুণ পেসার শাহনওয়াজ দাহানি।

Pakistan Cricket : এশিয়া কাপে ব্রাত্য, পাক বোর্ডের উপর ক্ষোভ আছড়ে পড়ল পেসারের
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 11:37 AM

লাহোর : এশিয়া কাপ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket)। শান মাসুদ ও ইশানউল্লা দল থেকে বাদ পড়েছেন। অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও এশিয়া কাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। দু’বছর আগে শেষবার ওডিআই খেলা পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ দলে ফিরেছেন। এমার্জিং এশিয়া কাপে পাকিস্তান ‘এ’-এর হয়ে সেঞ্চুরি করা মিডল অর্ডার ব্যাটার তায়েব তাহিরও দলে জায়গা পেয়েছেন। বলা যায় পাকিস্তানের এশিয়া কাপ টিমে একগুচ্ছ পরিবর্তন হয়েছে। স্কোয়াডে নিজের নাম না দেখে হতাশ তরুণ পাক বোলার শাহনওয়াজ দাহানি (Shahnawaz Dahani)। এশিয়া কাপে নির্বাচিত না হওয়ার রাগ তিনি অন্যভাবে পুষিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর ক্ষোভ প্রকাশ করেছেন দাহানি। একইসঙ্গে পাক সাংবাদিকদের উপরও খাপ্পা তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

পাকিস্তানের প্রাক্তন কিপার ব্যাটার রশিদ লতিফ টুইটারে পাকিস্তানি ফাস্ট বোলারদের লিস্ট-এ কেরিয়ারের রেকর্ড শেয়ার করেন। শাহনওয়াজ দাহানির নাম সেই তালিকায় ছিল না। যা দেখে যারপরনাই ক্ষুব্ধ হন দাহানি। একে এশিয়া কাপে স্কোয়াডে জায়গা পাননি, তার উপর রেকর্ডে নিজের নাম না দেখে  শাহনওয়াজ দাহানি কটাক্ষ করেন রশিদ লতিফকে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও নিশানা করেন তিনি।

রশিদ লতিফের টুইটটি রিটুইট করে দাহানি লিখেছেন, ‘মনে হচ্ছে দাহানি পাকিস্তানি ফাস্ট বোলার নন।’ এর পাশাপাশি তাঁকে নিয়ে পাক বোর্ডের কর্মকর্তাদের প্রশ্ন না করায় ক্রীড়া সাংবাদিকদের সমালোচনায় মুখর হয়েছেন তিনি। দাহানি লিখেছেন, “একজন সাংবাদিক বা ক্রিকেট বিশ্লেষক নির্বাচকদের এই পরিসংখ্যানগুলি দেখানোর সাহস বা জিজ্ঞাসা করেননি।” ২৫ বছর বয়সী শাহনওয়াজ দাহানির ২০২১ সালে পাকিস্তানের হয়ে টি ২০ এবং ২০২২ সালে ওডিআই অভিষেক হয়। দুটি ওডিআইতে তাঁর দুটি উইকেট রয়েছে। যেখানে ১১টি আন্তর্জাতিক টি ২০তে এই ডানহাতি ফাস্ট বোলার নিয়েছেন মাত্র আটটি উইকেট।