Abdul Razzaq: ‘ঐশ্বর্যকে বিয়ে করলে…’, বিতর্কিত মন্তব্য করে ট্রোলড হলেন প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাক

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বাবর আজমের পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে গ্রিন আর্মিকে। পাক ক্রিকেটাররা যে কারণে চরম সমালোচিত হচ্ছেন। এর মাঝে পাক সংবাদমাধ্যমে সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা এক শো-তে যোগ দিয়েছিলেন। সেখানে বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতেই পাক ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে বলিউড সুপারস্টার ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে মন্তব্য করেন আব্দুল রাজ্জাক।

Abdul Razzaq: 'ঐশ্বর্যকে বিয়ে করলে...', বিতর্কিত মন্তব্য করে ট্রোলড হলেন প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাক
ঐশ্বর্যকে নিয়ে মন্তব্য করে ট্রোলড হলেন প্রাক্তন পাক ক্রিকেটার।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 5:49 PM

করাচি: পাক ক্রিকেটে আবারও উত্তপ্ত পরিস্থিতি। বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বাবর আজমের পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে গ্রিন আর্মিকে। পাক ক্রিকেটাররা যে কারণে চরম সমালোচিত হচ্ছেন। এর মাঝে পাক সংবাদমাধ্যমে সে দেশের প্রাক্তন ক্রিকেটাররা এক শো-তে যোগ দিয়েছিলেন। সেখানে বিশ্বকাপে (ICC World Cup 2023) পাকিস্তানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতেই পাক ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে বলিউড সুপারস্টার ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) নিয়ে মন্তব্য করেন আব্দুল রাজ্জাক (Abdul Razzaq)। তার পর থেকে বিরাট ট্রোলড হচ্ছেন তিনি। ঐশ্বর্যকে নিয়ে ঠিক কী বলেছিলেন প্রাক্তন পাক তারকা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক পাক সংবাদ মাধ্যমে আব্দুল রাজ্জাক পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্যর কথা উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসেন। তিনি বলেন, ‘আমি পাক ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে বলছি, যখন আমি জাতীয় দলে খেলতাম তখন আমার অধিনায়ক ইউনিস খানের উপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম ও পাকিস্তান টিমকে জেতাতে চায়। যে কারণে আমরা নিজেদের সেরাটা দিয়ে সেই সময় খেলতাম। এখন যে পাকিস্তান দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাতে মনে হচ্ছে ওদের সেই ইচ্ছাটাই চলে গিয়েছে।’

আব্দুল এই মন্তব্যের পরই ঐশ্বর্যর উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, ‘যদি আমি ভাবি যে ঐশ্বর্যর সঙ্গে আমার বিয়ে হবে। এবং তার পর আমাদের সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব? আমার মতে আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। আমরা কী চাই, সেটা বুঝতে হবে। আর সেটা না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না। শুধু তাই নয়, পাকিস্তানও জিততে পারবে না।’

প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের এ কথা শুনে সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা অবশ্য হেসে ওঠেন। কিন্তু নেটদুনিয়ায় প্রাক্তন পাক ক্রিকেটার চরম ট্রোলড হয়েছে। একাধিক নেটিজেনদের মন্তব্য, এমন কথা বলে ঠিক করেননি আব্দুল। অনেকেই আবার বলেছেন, এমন মন্তব্য করে নিজেই হাসির খোরাক হয়েছেন আব্দুল।