AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CT 2025, PAK vs NZ: মাঠে মাছ ধরল পাকিস্তান, জোড়া সেঞ্চুরিতে বিশাল স্কোর নিউজিল্যান্ডের

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান। ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্য়ান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও এই দু-দলই মুখোমুখি।

CT 2025, PAK vs NZ: মাঠে মাছ ধরল পাকিস্তান, জোড়া সেঞ্চুরিতে বিশাল স্কোর নিউজিল্যান্ডের
Image Credit: PTI
| Updated on: Feb 19, 2025 | 7:09 PM
Share

ক্যাচ মিস, ম্যাচ মিস। ম্যাচ মিস হবে কি না, সেটা জানতে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তবে মাঠে পাকিস্তান ফিল্ডারদের ‘মাছ ধরার’ ফায়দা তুলল নিউজিল্যান্ড। উইল ইয়ং এবং টম ল্যাথামের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশাল রানের টার্গেট দিল কিউয়িরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান। ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্য়ান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও এই দু-দলই মুখোমুখি। ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ৩২১ রানের বিশাল টার্গেট দিল কিউয়িরা।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। পাওয়ার প্লে-তেই স্পিনারও আনেন। সাফল্যও মেলে। বাঁ হাতি ওপেনার ডেভন কনওয়েকে ফেরান লেগস্পিনার আবরার আহমেদ। তিনে নামা কেন উইলিয়ামসনের উইকেট নেন নাসিম শাহ। দ্রুত ড্যারেল মিচেলকেও ফেরায় পাকিস্তান। কিন্তু গ্রাউন্ড ফিল্ডিংয়ে যেমন প্রচুর মিস, তেমনই টম ল্যাথামের ক্যাচ ফেলে বেকায়দায় পাকিস্তান।

রাচিন রবীন্দ্র ফিট থাকলে একাদশে হয়তো সুযোগই পেতেন না উইল ইয়ং। ফর্মও খারাপ চলছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত ব্য়াটিং। সেঞ্চুরির ইনিংস উইল ইয়ংয়ের। ১১৩ বলে ১০৭ রান করেন এই ওপেনার। তেমনই মিডল অর্ডারে ১০৪ বলে ১১৮ রানের অনবদ্য ইনিংস। শেষদিকে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেন গ্লেন ফিলিপসও। ৩৯ বলে ৬১ রান করেন গ্লেন। পাকিস্তান বোলারদের মধ্যে নাসিম শাহ-হ্যারিস রউফ দুটি করে উইকেট নেন। কিন্তু হ্যারিস রউফের ইকোনমি ৮-এর উপর!